ইক্যুইটি ফান্ডে বিনিয়োগে লং-টার্ম ক্যাপিটাল গেনস ট্যাক্স (দীর্ঘ মেয়াদি মূলধনী লাভ কর) দিতে হবে। নথিভুক্ত সংস্থার শেয়ার ১ বছরের বেশি ধরে রেখে তাতে ১ লক্ষ টাকার বেশি মুনাফা হলে ১০ শতাংশ দীর্ঘ মেয়াদি মূলধনী লাভ কর দিতে হবে। এর মধ্যে সেস যুক্ত নয়। ফলে ওই কর ছাড়াও সেস-সহ হিসেবে দিতে হবে ১০.৪ শতাংশ। তবে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে মুনাফা হলে তাতে কর দিতে হবে না। ১ এপ্রিলের পরে ওই শেয়ার বিক্রি করলেই কর দিতে হবে।
সিঙ্গল প্রিমিয়াম দিতে হয় এমন স্বাস্থ্যবিমায় বেশি কর ছাড় মিলবে। এর আগে ২৫ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড়ের আবেদন করতে পারতেন করদাতারা। তবে বাজেটে তা বেড়ে গিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২ বছরের স্বাস্থ্যবিমায় ৪০ হাজার টাকা প্রিমিয়াম দিতে হলে আগে ১০ শতাংশ করছাড় মিলত। এখন তা বেড়ে হয়েছে সর্বোচ্চ ২০ হাজার টাকা। এ ছাড়া, ৮০ডি ধারা বাবদ স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে বয়স্করা এখন ছাড় পান সর্বোচ্চ ৩০,০০০ টাকা। পরের বছর থেকে তা বেড়ে দাঁড়াবে ৫০,০০০ টাকা।