Advertisement
২১ মার্চ ২০২৩
Share Market

করোনা, ইয়েস ব্যাঙ্কের খবরে প্রভাব শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট

করোনা ভাইরাসের জেরে বিশ্বের অর্থনৈতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহ ধরেই।

হতাশ: শেয়ার বাজারে ধস। ছবি: রয়টার্স।

হতাশ: শেয়ার বাজারে ধস। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৩:৩৬
Share: Save:

এক দিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্য দিকে ইয়েস ব্যাঙ্ক নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের জেরে ব্যাপক প্রভাব পড়ল শেয়ার বাজারের উপর। শুক্রবার দিনের শুরুতেই ধস নামে শেয়ার বাজারে। সেনসেক্স এক ধাক্কায় ১৪৫৯.৫২ পয়েন্ট নেমে দাঁড়ায় ৩৭,০১১.০৯ পয়েন্টে। অন্য দিকে, নিফটি ৪৪১.৬০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১০,৮২৭.৪০-এ।

Advertisement

করোনা ভাইরাসের জেরে বিশ্বের অর্থনৈতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহ ধরেই। টালমাটাল বিভিন্ন দেশের শেয়ার বাজার। এমন পরিস্থিতিতে লগ্নিকারীরাও সংশয়ে ভুগছেন। যার জেরে ব্যাপক প্রভাব পড়ছে শেয়ার বাজারগুলোতে। আন্তর্জাতিক বাজারের উপর নজর রেখে মঙ্গলবারই পরিস্থিতির মোকাবিলায় আশ্বাস দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলো। সেই বার্তার পরে ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু শুক্রবার ফের পতনে অশনিসঙ্কেত দেখছেন লগ্নিকারীরা।

করোনাভাইরাসের আতঙ্ক তো ছিলই, বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদ ভেঙে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে নির্দেশিকা জারি করে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেয় ৫০ হাজার টাকা। ৩ এপ্রিল পর্যন্ত নির্দেশ বলবত থাকবে। এই সময়ের মধ্যে ইয়েস ব্যাঙ্ক কোনও ঋণও দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই। ইয়েস ব্যাঙ্ক নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের জেরে ব্যাপক চাপে পড়েছে দেশীয় বাজার। শুক্রবার দিনের শুরুতেই অনেক ব্যাঙ্কের শেয়ার হু হু করে নামতে শুরু করে। শেয়ারের দর ৮৫% পড়ে যায় ইয়েস ব্যাঙ্কের। অন্য দিকে, টিসিএস, টেক মাহিন্দ্রা, টাটা মোটরস, রিলায়্যান্স, আইসিআইসিআই-এর মতো সংস্থাগুলোর শেয়ারও ভাল ফল করতে পারেনি।

আরও পড়ুন: তোলা যাবে না ৫০ হাজারের বেশি, ইয়েস ব্যাঙ্কে টাকা তোলায় নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের

Advertisement

আরও পড়ুন: দিল্লিতে করোনা সংক্রমণ আরও এক জনের, আক্রান্ত বেড়ে ৩১, বাড়ছে আতঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.