Advertisement
১৯ মে ২০২৪

মোদীর অবাধ দাবি, গোসা যাচ্ছে না বন্ধুর

হালে হার্লে ডেভিডসনের মতো দামি বিদেশি বাইকে শুল্ক কমিয়ে ৫০% করেছে ভারত। কিন্তু তাতে যে ক্ষোভ কমেনি, তা ক’দিন আগেই বুঝিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প।

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও ওয়াশিংটন শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৩
Share: Save:

বিদেশি লগ্নির ডাক দিতে গিয়ে মঙ্গলবার ভারতকে অবাধ বাণিজ্যের গন্তব্য হিসেবে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। দাবি করলেন, এমন অবাধ ও সম্ভাবনাময় বাজার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। অথচ এ দিন চড়া শুল্কের কাঁটাতেই ফের তাঁকে বিঁধলেন ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প।

হালে হার্লে ডেভিডসনের মতো দামি বিদেশি বাইকে শুল্ক কমিয়ে ৫০% করেছে ভারত। কিন্তু তাতে যে ক্ষোভ কমেনি, তা ক’দিন আগেই বুঝিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ তুলেছেন, মুক্ত বাণিজ্যের পথে ভারতের দেওয়াল তোলার। হুঁশিয়ারিও দিয়েছেন আমেরিকার বাজারে বিক্রির জন্য ঢোকা ভারতের বাইকে কর বসানোর। তবে সে দিন সরাসরি মোদীর নাম করেননি।

এ দিন কিন্তু ট্রাম্প সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে। ক্ষোভ উগরে দিয়ে মোদীর ফোনে শুল্ক কমার খবর দেওয়ার ভঙ্গিটি নকল করে দেখান। প্রশংসার ছলে তাঁকে একজন দুর্দান্ত মানুষ বলে ব্যঙ্গও করেন। একই সঙ্গে বলেন, আমেরিকা এই কর ছাঁটাইয়ে সুবিধা পাচ্ছে না। ট্রাম্পের মতে, এই কর কমিয়ে তাঁদের ‘করুণা’ করছে না ভারত। তাঁর দাবি, আমেরিকা সত্যিকারের অবাধ ও পারস্পরিক সুবিধার চুক্তি চায়।

ট্রাম্প যা-ই বলুন, মোদী অবশ্য এ দিন ভারত-কোরিয়া বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিদেশি লগ্নির ডাক দিতে গিয়ে ভারতে পুঁজির সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, স্থিতিশীল ব্যবসার পরিবেশ তৈরির লক্ষ্যে নিরন্তর চেষ্টার কথা। তাঁর বার্তা, ভারত অন্যতম অবাধ অর্থনীতি, যেখানে বেশির ভাগ শিল্পে বিদেশি প্রত্যক্ষ লগ্নির দরজা খোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE