
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: পিটিআই ।
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়। ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার, ১ ফেব্রুয়ারি তিনি বলেন, ‘‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করলেন নির্মলা। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন তিনি।
ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা।
২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট করেছেন তিনি। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা নির্মলার।
বাজেটে ‘জল জীবন মিশন’ প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা। ১ লাখ আবাসন দ্রুত শেষ করার জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণাও করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি, স্টার্টআপ তহবিলে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন নির্মলা।
দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা। আগামী ১০ বছরে আঞ্চলিক বিমানবন্দর পেতে ১০০টিরও বেশি নতুন জায়গা।
রাজ্যগুলির সঙ্গে অংশীদারির মাধ্যমে শীর্ষ ৫০টি পর্যটনস্থলের উন্নয়ন করবে কেন্দ্রীয় সরকার। মুদ্রা ঋণ সম্প্রসারিত হবে হোমস্টেগুলির ক্ষেত্রেও। শনিবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি, সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর। পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী নির্মলা জানালেন, হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ করা হবে এক লক্ষ কোটি। ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টারের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে ওই নিউক্লিয়ার রিয়্যাক্টারগুলি তৈরি করা হবে।
মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন। পাশাপাশি, সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরির কথা জানালেন নির্মলা। ৩ বছরে মোট ২ হাজার ক্যানসার সেন্টার তৈরি হবে।
আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়ার জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা। সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করা এবং আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলারা দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। বাজেট পেশ করার সময় ঘোষণা অর্থমন্ত্রীর।
কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে। বাজেট পেশের সময় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন।
ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে। বাজেট পেশ করার সময় জানালেন অর্থমন্ত্রী। বিহারে মাখনা বোর্ড তৈরি হবে বলেও নির্মলা জানালেন। তিনি আরও জানিয়েছেন, ধনধান্য যোজনার আওতায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।
নির্মলা বলেন, ‘‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’’ অর্থমন্ত্রী জানিয়েছেন। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে। রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
নজর মধ্যবিত্তের দিকে। বাজেট পেশের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা। সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল। তাঁর কথায়, ‘‘সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা। আর কিছু ক্ষণের মধ্যেই লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি। কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ অনুমোদন মন্ত্রিসভার।
অর্থমন্ত্রী নির্মলা বাজেট পেশের আগেই বেশ খানিকটা উঠল প্রতিরক্ষা শেয়ারের দাম। সেনসেক্স, নিফটি বৃদ্ধি পেল ১ শতাংশের বেশি।
শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বহিখাতা’ ট্যাবলেট হাতে দেখা গেল অর্থমন্ত্রী নির্মলাকে। সোনালি পাড় ‘অফহোয়াইট’ শাড়ি পরে এ বারের বাজেট পেশ করবেন তিনি। শাড়িতে রয়েছে মধুবনি শিল্পের কাজ। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।
২০২৫-’২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চড়েছে প্রত্যাশার পারদ। শনিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করবেন নির্মলা। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে যাবেন তিনি। সেখানে বাজেট পেশের অনুমতি নেওয়ার পর সংসদের দিকে রওনা হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy