ভারতে রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনত মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে তা বন্ধ হয়েছে বলে খবর। বরং এ বার তারা ফের ভেনেজ়ুয়েলার দিকে ঝুঁকেছে। সম্প্রতি সে দেশে সামরিক হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপরহরণ করেছে ট্রাম্প-বাহিনী। শুক্রবার সূত্রের দাবি, মুকেশ ভেনেজ়ুয়েলার অশোধিত তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে।
রিলায়্যান্স আগেও ভেনেজ়ুয়েলার তেল কিনত। আমেরিকা নিষেধাজ্ঞা চাপালেও তাদের আমদানির লাইসেন্স দিয়েছিল। ভারত ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ বাজার। সেখানকার তেল রফতানিতে আমেরিকার নিষেধাজ্ঞা চাপার আগে এ দেশে তা আমদানি হত দৈনিক চার লক্ষ ব্যারেল। গত বছরের প্রথম চার মাসেও ভেনেজ়ুয়েলার তেল সংস্থা পিডিভিএসএ রিলায়্যান্সকে দৈনিক প্রায় ৬৩,০০০ ব্যারেল পাঠিয়েছিল। মার্চ-এপ্রিলের মাঝামাঝি ওয়াশিংটন সংস্থার তেল রফতানির বেশির ভাগ লাইসেন্স সাময়িক বাতিল করে এবং মাদুরোর উপরে চাপ বাড়িয়ে হুমকি দেয়, সে দেশ থেকে তেল কিনলেই শুল্ক গুনতে হবে। ভেনেজ়ুয়েলার তেল নিয়ে রিলায়্যান্সের শেষ জাহাজ ভারতে এসেছিল গত বছর মে মাসে।
বর্তমান পরিস্থিতিতে ফের ভেনেজ়ুয়েলার তেল কেনার আগ্রহ প্রকাশ করেছিল রিলায়্যান্স। এ বার অনুমতি চাইল। ট্রাম্পও সেখানকার তেল রফতানিকে নিয়ন্ত্রণে নেওয়ার বার্তা দিয়ে তা বিভিন্ন দেশে রফতানির ইঙ্গিতই দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)