Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Forbes Magazine

৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকার মালিক বিল গিটস! ভারতীয় বিলিয়নিয়র ১০০ ছাড়াল

স্কুলে বরাবর যেন ফার্স্ট বয় তিনি। এ নিয়ে পর পর চার বার ধনকুবের তালিকায় প্রথম স্থানটি দখল করে রাখলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ২০১৭-র ধনকুবের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় প্রথম স্থানে থাকা বিল গেটসের মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৬:০৭
Share: Save:
০১ ১২
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন প্রথম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার।

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন প্রথম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমান ৮৬০০ কোটি ডলার।

০২ ১২
ওয়ারেন বাফেট- বার্কশায়ার হাথঅ্যাওয়ে সংস্থার সঙ্গে যুক্ত ওয়ারেন বাফেট তাঁর ৭৫৬০ কোটি ডলার সম্পত্তি নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

ওয়ারেন বাফেট- বার্কশায়ার হাথঅ্যাওয়ে সংস্থার সঙ্গে যুক্ত ওয়ারেন বাফেট তাঁর ৭৫৬০ কোটি ডলার সম্পত্তি নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

০৩ ১২
জেফ বেজস- আমাজন সংস্থার মুখ্য কার্যনির্বাহী অফিসার জেফ বেজস রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর মোট সম্পত্তি ৭২৮০ কোটি ডলার।

জেফ বেজস- আমাজন সংস্থার মুখ্য কার্যনির্বাহী অফিসার জেফ বেজস রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর মোট সম্পত্তি ৭২৮০ কোটি ডলার।

০৪ ১২
অ্যামানসিও ওরটেগা- স্প্যানিস শিল্পপতি অ্যামানিকো ওরটেগা ছিলেন ইনডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। জারা ক্লথিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ওরটেগার মোট সম্পত্তি ৭১৩০ কোটি ডলার।

অ্যামানসিও ওরটেগা- স্প্যানিস শিল্পপতি অ্যামানিকো ওরটেগা ছিলেন ইনডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। জারা ক্লথিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ওরটেগার মোট সম্পত্তি ৭১৩০ কোটি ডলার।

০৫ ১২
মার্ক জুকারবার্গ- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৫ নম্বর স্থানে। তাঁর মোট সম্পত্তি ৫৬০০ কোটি ডলার।

মার্ক জুকারবার্গ- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৫ নম্বর স্থানে। তাঁর মোট সম্পত্তি ৫৬০০ কোটি ডলার।

০৬ ১২
লিলিয়ান বেটেন-  লওরিয়েলের অন্যতম অংশীদার ফ্রান্সের লিলিয়ান বেটেন মহিলা শিল্পপতির তালিকায় প্রথম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তি ৩৯৫০ কোটি ডলার।

লিলিয়ান বেটেন- লওরিয়েলের অন্যতম অংশীদার ফ্রান্সের লিলিয়ান বেটেন মহিলা শিল্পপতির তালিকায় প্রথম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তি ৩৯৫০ কোটি ডলার।

০৭ ১২
মুকেশ অম্বানি- ভারতে প্রথম স্থানে এবং বিশ্বে ৩৩-তম স্থানে রয়েছেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তি ২৩২০ কোটি ডলার।

মুকেশ অম্বানি- ভারতে প্রথম স্থানে এবং বিশ্বে ৩৩-তম স্থানে রয়েছেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তি ২৩২০ কোটি ডলার।

০৮ ১২
লক্ষ্মী মিত্তল- ৫৬ নম্বর স্থানে রয়েছেন শিল্পপতি লক্ষ্মী মিত্তল। তাঁর মোট সম্পত্তি ১৬৪০ কোটি ডলার।

লক্ষ্মী মিত্তল- ৫৬ নম্বর স্থানে রয়েছেন শিল্পপতি লক্ষ্মী মিত্তল। তাঁর মোট সম্পত্তি ১৬৪০ কোটি ডলার।

০৯ ১২
আজিম প্রেমজি- ১৪৯০ কোটি ডলার সম্পত্তি নিয়ে ৭২ নম্বর স্থানে রয়েছেন আজিম প্রেমজি।

আজিম প্রেমজি- ১৪৯০ কোটি ডলার সম্পত্তি নিয়ে ৭২ নম্বর স্থানে রয়েছেন আজিম প্রেমজি।

১০ ১২
দিলীপ শাংভি- সান ফার্মাকিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভি রয়েছেন ৮৪ স্থানে। তাঁর মোট সম্পত্তি ১৩৭০ কোটি ডলার।

দিলীপ শাংভি- সান ফার্মাকিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভি রয়েছেন ৮৪ স্থানে। তাঁর মোট সম্পত্তি ১৩৭০ কোটি ডলার।

১১ ১২
শিব নদর- এইচসিএল এন্টারপ্রাইজের চেয়ারম্যান শিব নদর ১২৩০ কোটি ডলার সম্পত্তি

শিব নদর- এইচসিএল এন্টারপ্রাইজের চেয়ারম্যান শিব নদর ১২৩০ কোটি ডলার সম্পত্তি

১২ ১২
ডোনাল্ড ট্রাম্প- বিশ্বের প্রথম ৫০০ ধনকুবেরের মধ্যে নেই মার্কিন প্রেসিডেন্ট এবং খ্যাতিনামা শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের নাম।

ডোনাল্ড ট্রাম্প- বিশ্বের প্রথম ৫০০ ধনকুবেরের মধ্যে নেই মার্কিন প্রেসিডেন্ট এবং খ্যাতিনামা শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE