স্মার্টফোন সংস্থাগুলির সঙ্গে এখন থেকে গ্রাহক সুরক্ষা নিয়ে কথা বলবে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এত দিন সেই দায়িত্ব ছিল টেলিকম দফতরের হাতে। সূত্রের খবর, অনলাইনে প্রতারণা ও তথ্য চুরি আটকাতে ইতিমধ্যেই গ্রাহকের সুরক্ষা বিষয়ক একগুচ্ছ প্রস্তাব এনেছে কেন্দ্র। বিশেষত বিশ্বে স্মার্টফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার হওয়ায় ভারত যেহেতু বহুজাতিক সংস্থাগুলির নজরে রয়েছে, তাই এই উদ্যোগ। তবে প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে অ্যাপল, স্যামসাং-এর মতো সংস্থাগুলি।
সূত্র জানাচ্ছে, সুরক্ষা সংক্রান্ত ৮৩টি প্রস্তাবের বিরোধিতা করেছে স্মার্টফোন নির্মাতারা। তার মধ্যে অন্যতম বাধ্যতামূলক ভাবে সরকারকে ‘সোর্স কোড’ জানানোর নিয়ম। ‘সোর্স কোড’ হল ফোনের কাজ করার জন্য জরুরি প্রোগ্রামিং। যা সংস্থাগুলি সুরক্ষিত রাখে। কেন্দ্রের প্রস্তাব, তা নির্দিষ্ট গবেষণাগারে যাচাই করা হবে। সফটওয়্যারে বড় বদলেরও সুপারিশ করা হয়েছে। সংস্থা নিজে সফটওয়্যার বদল আনতে চাইলে তা জানাতে হবে। সংস্থাগুলির বক্তব্য, বিশ্বের কোথাও এই নিয়ম নেই। এতে কিছু গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি রয়েছে। কেন্দ্রের অবশ্য বার্তা, শিল্পের আশঙ্কা খোলা মনে বিচার করা হবে। এখনই কিছু বলার সময় আসেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)