Advertisement
০৪ মে ২০২৪

আগামী মার্চ পর্যন্ত চালু হালোল কারখানা, জানাল জিএম

গুজরাতের হালোল কারখানায় আগামী মার্চ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে জেনারেল মোটরস (জিএম)। সম্প্রতি এ কথা জানিয়ে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থার দাবি, এর মধ্যেই কারখানাটি বিক্রি-সহ বিভিন্ন বিকল্প পথের কথাও ভাবছে তারা। জিএম ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কাহের কাজম জানিয়েছেন, মহারাষ্ট্রের তালেগাঁওয়ের কারখানায় নিজেদের সব উৎপাদন সরানোর প্রক্রিয়া চালিয়ে যাবেন তাঁরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ১৯:০৫
Share: Save:

গুজরাতের হালোল কারখানায় আগামী মার্চ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে জেনারেল মোটরস (জিএম)। সম্প্রতি এ কথা জানিয়ে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থার দাবি, এর মধ্যেই কারখানাটি বিক্রি-সহ বিভিন্ন বিকল্প পথের কথাও ভাবছে তারা।

জিএম ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কাহের কাজম জানিয়েছেন, মহারাষ্ট্রের তালেগাঁওয়ের কারখানায় নিজেদের সব উৎপাদন সরানোর প্রক্রিয়া চালিয়ে যাবেন তাঁরা। এর সঙ্গেই হালোল কারখানা নিয়েও বিভিন্ন ভাবনা-চিন্তা চালাচ্ছে সংস্থা। এর মধ্যে রয়েছে সেটি বিক্রির পরিকল্পনাও। যার আওতায় কারখানার কর্মীদের বদলি করা, যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার সঙ্গে নতুন চুক্তি ও অন্যান্য কাজকর্ম গুটিয়ে আনতে সময় লাগবে। নিশ্চিত করতে হবে সংস্থার বড় গাড়ি ট্রাভেরার উৎপাদন যাতে মার না-খায়। এই সব কারণেই আগামী বছর পর্যন্ত সেটি খোলা রাখার এই সিদ্ধান্ত।

গত বছরই ভারতে ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা) লগ্নি পরিকল্পনা ঘোষণা করেছিল জিএম। পাশাপাশি, ২০১৬ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে হালোল কারখানা বন্ধের কথা জানিয়েছিল মার্কিন সংস্থাটি। লক্ষ্য ছিল, তালেগাঁওয়ে নিজেদের উৎপাদন সরিয়ে আনা এবং সেখানে গাড়ি তৈরির সংখ্যা ২.২ লক্ষে নিয়ে যাওয়া। বর্তমানে যা ১.৩ লক্ষ। এর মাধ্যমে জিএম এবং তাদের সহকারী সংস্থা মিলিয়ে ১২,০০০ নতুন কর্মসংস্থান হবে বলেও ধারণা তাদের। একই সঙ্গে আগামী ২৪ মাসের মধ্যে দেশের বাজারে ট্রেইলব্রেজার, বিটের নতুন মডেল-সহচারটি নতুন গাড়ি আনারও পরিকল্পনা করেছে তারা।

প্রসঙ্গত, হালোলে কারখানা তৈরির হাত ধরেই ১৯৯৬ সালে প্রথম ভারতে পা রেখেছিল জেনারেল মোটরস। বর্তমানে এখানে প্রায় ১,১০০ কর্মী রয়েছেন। এখানে বছরে ১.১ লক্ষ গাড়ি উৎপাদন করে সংস্থা।

আরও পড়ুন...
শেয়ার ছাড়ার খসড়া প্রসপেক্টাস অগস্টে জমা দিতে পারে ভোডাফোন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

General Motors Halol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE