Advertisement
০৭ মে ২০২৪

ক্রেতা নেই, ফের খোঁজ নয়া পুঁজির

এআইয়ের জন্য টিএপি ও আর্থিক পুনর্গঠন প্রকল্প অনুমোদিত হয়েছিল পূর্বতন ইউপিএ জমানায়। এতে ১০ বছর ধরে ২০২০-২১ সাল পর্যন্ত ৩০,২৩১ কোটির বাজেট বরাদ্দ হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০২:০৮
Share: Save:

এয়ার ইন্ডিয়ার ৭৬% অংশীদারি বেচতে নেমে ক্রেতা খুঁজে পায়নি কেন্দ্র। বহু চেষ্টা সত্ত্বেও মুখ থুবড়ে পড়েছে তার বিলগ্নিকরণ পরিকল্পনা। ফলে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ঋণের ভারে ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিতে ঢালার জন্য আপাতত ফের পুঁজির সংস্থান করতে হচ্ছে মোদী সরকারকে। চলতি অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ায় (এআই) তাই শেয়ার মূলধন হিসেবে ৯৮০ কোটি জোগানোর জন্য মঙ্গলবার সংসদের সায় চাইল তারা। লক্ষ্য, সংস্থা চালাতে নগদের সমস্যা মেটানো।

এ দিনই চলতি অর্থবর্ষে মোট ১১,৬৯৭.৯২ কোটি বাড়তি খরচের জন্য সংসদের সায় চেয়েছে কেন্দ্র। তারই অঙ্গ এআইয়ে মূলধন জোগাতে এই অতিরিক্ত অনুদানের প্রস্তাব। সংস্থাটি ঘুরিয়ে দাঁড় করানোর প্রকল্পের (টিএপি) আওতাভুক্ত। এআইয়ের জন্য টিএপি ও আর্থিক পুনর্গঠন প্রকল্প অনুমোদিত হয়েছিল পূর্বতন ইউপিএ জমানায়। এতে ১০ বছর ধরে ২০২০-২১ সাল পর্যন্ত ৩০,২৩১ কোটির বাজেট বরাদ্দ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air India এয়ার ইন্ডিয়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE