Advertisement
২০ এপ্রিল ২০২৪
economy

ফের ছাঁটাই পূর্বাভাস

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তার সুফল সর্বত্র সমান নয় বলে সম্প্রতি সতর্ক করেছে জাতীয় পরিসংখ্যান দফতর।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ০৭:৩০
Share: Save:

চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৯.৫% হবে বলে জানিয়েছিল আইএমএফ। মঙ্গলবার সেই পূর্বাভাস ৯ শতাংশে নামিয়ে আনল তারা।

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তার সুফল সর্বত্র সমান নয় বলে সম্প্রতি সতর্ক করেছে জাতীয় পরিসংখ্যান দফতর। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ চালুর পরে চলতি অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে একাধিক মূল্যায়ন সংস্থাও। এ বার আইএমএফ জানাল, ওমিক্রনের ঢেউয়ে আর্থিক কর্মকাণ্ড ও পরিবহণ ব্যবস্থার ফের ধাক্কা খাওয়াই পূর্বাভাস ছাঁটার মূল কারণ। সারা বিশ্বেই অর্থনীতি চাঙ্গা হওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জের সঙ্গে যুঝতে হচ্ছে বলে মত আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের।

আইএমএফ যদিও জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.১% হারে বাড়তে পারে। বাড়তে পারে ঋণ বৃদ্ধির হার, লগ্নি ও বিক্রি। আবার ২০২১ সালে বিশ্বের বৃদ্ধির হার ৫.৯% থাকলেও, আমেরিকা ও চিনের অর্থনীতি প্রত্যাশার চেয়ে মন্থর হওয়ায় ২০২২ সালে তা ৪.৪% হতে পারে বলেও জানিয়েছে আইএমএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

economy IMF International Monetary Fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE