Advertisement
১৯ মে ২০২৪

ব্রেক্সিটের খেসারত দিতে পারে ব্রিটেনের জিডিপি, হুঁশিয়ারি আইএমএফের

ইউরোপীয় অঞ্চল থেকে বেরিয়ে গেলে বড়সড় কোপ পড়তে পারে ব্রিটেনের জাতীয় আয়ে (জিডিপি)। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানালেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কর্ণধার ক্রিস্টিন লাগার্দে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০৩:০৮
Share: Save:

ইউরোপীয় অঞ্চল থেকে বেরিয়ে গেলে বড়সড় কোপ পড়তে পারে ব্রিটেনের জাতীয় আয়ে (জিডিপি)। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানালেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কর্ণধার ক্রিস্টিন লাগার্দে। তাঁর দাবি, ব্রেক্সিটের খেসারত দিয়ে ২০১৯ সাল নাগাদ তা কমে যেতে পারে ১৫০ থেকে ৪৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত।

ব্রেক্সিট কার্যকর হলে ব্রিটেন বা ইউরোপীয় অঞ্চল তো বটেই, আর্থিক অনিশ্চয়তার মেঘ সারা বিশ্বেই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থার মধ্যেই লাগার্দের দাবি, এর সব থেকে খারাপ প্রভাব হিসেবে বিপুল মার খেতে পারে ইইউ-র মারফত হওয়া ব্রিটেনের বৈদেশিক বাণিজ্য। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়াবে বা গোটা প্রক্রিয়া নিয়ে আলোচনা চালাতে ব্রিটেন ও ইউরোপীয় অঞ্চলের কত সময় লাগবে, সে ব্যাপারে তাঁদের বিন্দুমাত্র ধারণা নেই বলে জানান আইএমএফ কর্ণধার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brexit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE