রাশিয়ার থেকে তেল কেনা এখনও বন্ধ হয়নি ঠিকই। তবে ঝুঁকি কমাতে এবং সরবরাহ নিশ্চিত করতে ভারতে অশোধিত তেল আমদানির কৌশল যে বদলাচ্ছে, সেটা স্পষ্ট বলেই দাবি সূত্রের। বিশ্লেষক সংস্থা কেপলার-এর পরিসংখ্যান বলছে, চলতি মাসের প্রথম তিন সপ্তাহে এ দেশে রুশ তেল আমদানি দৈনিক প্রায় ১১ লক্ষ ব্যারেলে নেমে গিয়েছে। গত মাসে তার গড় পরিমাণ ছিল প্রায় ১২ লক্ষ ব্যারেল আর গত বছরের মাঝামাঝি সময়ে ২০ লক্ষেরও বেশি।
তবে ভারতে তেলের মোট চাহিদার বেশির ভাগই যেহেতু আমদানি করতে হয়, তাই বিকল্প উৎসেও নজর রয়েছে। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই ব্রাজ়িলের সঙ্গে ৭৮ কোটি ডলারের চুক্তি হয়েছে ভারতের। বড় জাহাজ তৈরির পাশাপাশি ব্রাজ়িলের অশোধিত তেল আমদানিও যার অঙ্গ। এ সপ্তাহে চুক্তি সই হওয়ার কথা।
শুধু তা-ই নয়, প্রয়োজন মেটাতে ভারত ফের তাদের বরাবরের তেল সরবরাহকারী পশ্চিম এশিয়ার দেশগুলির দিকেও ঝুঁকছে বলে খবর। জানা গিয়েছে, রাশিয়া যে পরিমাণ অশোধিত তেল সরবরাহ করত, তার প্রায় সমপরিমাণ করছে ইরাক। দৈনিক গড়ে ন’লক্ষের কিছু বেশি ব্যারেল। ২০২২-এ এইইরাককেই প্রথম স্থান থেকে টেনে নামিয়ে এ দেশের বৃহত্তম তেল সরবরাহকারীর তকমা ছিনিয়ে নিয়েছিল রাশিয়া। সৌদি আরবের থেকে আমদানির পরিমাণও বেড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)