Advertisement
১০ মে ২০২৪

সুইস জমায় ভারত ৭৪ নম্বরে

এক নম্বরে রয়েছে ব্রিটেন। উল্লেখ্য, ২০১৮ সালে ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের জমা আগের বছরের তুলনায় ৬% কমেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যেও চিন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার তুলনায় পিছিয়ে রয়েছে ভারত।

সংবাদ সংস্থা
জুরিখ ও নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০১:২৭
Share: Save:

সুইৎজারল্যান্ডের ব্যাঙ্কগুলিতে বিদেশি সংস্থা ও ব্যক্তির আমানতের নিরিখে ২০১৮ সালে এক ধাপ পিছিয়ে ৭৪তম স্থানে রয়েছে ভারত। সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদেশিদের রাখা মোট তহবিলের ০.০৭% রয়েছে ভারতীয়দের হাতে। এক নম্বরে রয়েছে ব্রিটেন। উল্লেখ্য, ২০১৮ সালে ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের জমা আগের বছরের তুলনায় ৬% কমেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যেও চিন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার তুলনায় পিছিয়ে রয়েছে ভারত।

সম্প্রতি ব্যাঙ্কিং ক্ষেত্রের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে সুইৎজারল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক। সেখানে জানানো হয়েছে, তাদের ব্যাঙ্কগুলিতে ব্রিটেনের সংস্থা এবং নাগরিকদের তহবিলের পরিমাণ বিদেশিদের জমানো অঙ্কের প্রায় ২৬%। তার পরে রয়েছে আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ফ্রান্স এবং হংকং। হিসেব অনুসারে, প্রথম পাঁচটি দেশের জমানো অঙ্কই বিদেশিদের আমানতের ৫০ শতাংশের উপরে। আবার প্রথম ১০টি দেশের ক্ষেত্রে তা প্রায় দুই-তৃতীয়াংশ।

প্রতিবেশী দেশগুলির তুলনায় অবশ্য ভারতীয়দের আমানত বেশি। চার বছরের মধ্যে এই প্রথম ভারতের থেকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। রয়েছে ৮২ নম্বরে। আর বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান রয়েছে আরও পরে।

গত কয়েক বছর ধরে বিদেশিদের রাখা কালো টাকার তথ্য সরবরাহের জন্য সারা বিশ্ব থেকে সুইৎজারল্যান্ডের উপরে চাপ আসছে। তথ্য আদানপ্রদানের জন্য ভারত-সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও করেছে তারা। সুইস শীর্ষ ব্যাঙ্কের দাবি, তার পরেই বিদেশিদের আমানত কমতে শুরু করেছে ওই দেশের ব্যাঙ্কগুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swiss Banks India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE