Advertisement
২৫ এপ্রিল ২০২৪

১২ হাজার কোটি ঢালছে আইওসি

সোমবার আইওসি-র অন্যতম এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সুবোধ ডাকওয়ালে ও দীপঙ্কর রায় জানান, দ্রুত রান্নার গ্যাস সরবরাহের লক্ষ্যে সড়ক পরিবহণের বদলে পারাদীপ থেকে হলদিয়া হয়ে দুর্গাপুর ও কল্যাণীতে সংস্থার বটলিং কারখানা পর্যন্ত পাইপলাইন গড়ার কাজ দু’তিন মাসেই সম্পূর্ণ হয়ে যাবে।

নিজস্ব সংবদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০২:৪৫
Share: Save:

রান্নার গ্যাস-সহ বিভিন্ন পেট্রোপণ্যের জোগানের জন্য পরিকাঠামো উন্নয়নে এ রাজ্যে প্রায় ১২,০০০ কোটি টাকা লগ্নি করছে ইন্ডিয়ান অয়েল (আইওসি)। রান্নার গ্যাসের সংযোগ বাড়ানো, বিএস-৬ মাপকাঠির পেট্রল, ডিজেল সরবরাহ ইত্যাদির জন্য পরিকাঠামো সম্প্রসারণ জরুরি। তাদের দাবি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জেরেও রান্নার গ্যাসের চাহিদা বাড়ছে।

সোমবার আইওসি-র অন্যতম এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সুবোধ ডাকওয়ালে ও দীপঙ্কর রায় জানান, দ্রুত রান্নার গ্যাস সরবরাহের লক্ষ্যে সড়ক পরিবহণের বদলে পারাদীপ থেকে হলদিয়া হয়ে দুর্গাপুর ও কল্যাণীতে সংস্থার বটলিং কারখানা পর্যন্ত পাইপলাইন গড়ার কাজ দু’তিন মাসেই সম্পূর্ণ হয়ে যাবে। এ জন্য ঢালা হচ্ছে প্রায় ৩,৪৯৫ কোটি। খড়্গপুরে নতুন বটলিং কারখানা গড়ছে সংস্থা। ক্ষমতা বাড়াছে বজবজ, কল্যাণী ও রানিনগরের কারখানার। এ ছাড়া অন্য পেট্রোলিয়ামজাত পণ্যের ডিপোগুলিরও সম্প্রসারণ হচ্ছে।

এ দিকে, ২০২০ সাল থেকে দেশের নানা প্রান্তের মতো রাজ্যেও বিএস৬ মাপকাঠির পেট্রল, ডিজেল জোগানোর পরিকল্পনার জন্য হলদিয়ায় সংস্থাটির শোধনাগারে পরিকাঠামো গড়ছে আওসি। পাশাপাশি সেটির উৎপাদন ক্ষমতাও বাড়াচ্ছে সংস্থাটি। মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭,৬০০ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IOC Indian Oil Corporation Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE