Advertisement
০৪ মে ২০২৪

সংস্কার চলবেই, বিদেশি লগ্নি টানতে আশ্বাস জেটলির

সংস্কারের পালে ভর করেই ভারতে আর্থিক বৃদ্ধিতে আরও গতি ফিরবে বলে বিদেশি লগ্নিকারীদের কথা দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, চিনের ঢিমেতালে চলা অর্থনীতি ভারতে তেমন প্রভাব ফেলতে পারবে না।

সংবাদ সংস্থা
হংকং শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:২১
Share: Save:

সংস্কারের পালে ভর করেই ভারতে আর্থিক বৃদ্ধিতে আরও গতি ফিরবে বলে বিদেশি লগ্নিকারীদের কথা দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, চিনের ঢিমেতালে চলা অর্থনীতি ভারতে তেমন প্রভাব ফেলতে পারবে না। হংকং সফরে এসে শিল্পোদ্যোগীদের সভায় এই জোড়া প্রতিশ্রুতি দিয়েই সোমবার ভারতে তাঁদের লগ্নির আহ্বান জানালেন জেটলি।

জেটলি জোরের সঙ্গে দাবি করেন, চলতি ২০১৫-’১৬ আর্থিক বছরে বৃদ্ধি গত বছরের ৭.৩% ছাড়িয়ে যাবে এবং একটানা সংস্কারের হাত ধরেই সেই লক্ষ্য অর্জন করতে চায় কেন্দ্র। কোথায় কেথায় লগ্নির সুযোগ রয়েছে, তা-ও বিদেশি শিল্পপতিদের সামনে চিহ্নিত করেছেন জেটলি। তিনি জানান, পরিকাঠামো, উৎপাদন শিল্পের মতো ক্ষেত্রে সুযোগ রয়েছে পুঁজি ঢালার। চার দিনের সিঙ্গাপুর ও হংকং সফরের শেষ পর্বে সম্ভাব্য লগ্নিকারীদের সভায় জেটলি বলেন, বিশ্ব অর্থনীতিতে এখনও মন্দার মেঘ সত্ত্বেও একটি উজ্জ্বল বিন্দু হিসেবে নিজেকে তুলে ধরার সম্ভাবনা ভারতের রয়েছে।

এ প্রসঙ্গে চিনের সঙ্কটের জেরে বিশ্ব জুড়ে শেয়ার বাজারে সাম্প্রতিক টালমাটালের উল্লেখ করেন জেটলি। তিনি বলেন, কেন্দ্র বেসরকারিকরণে যে-সাহসী পদক্ষেপ করেছে, তাতে কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব বাজারের ওই বেহিসেবি ওঠা-পড়া। ফলে কিছুটা ধীর পায়েই এগোতে হচ্ছে ভারতকে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-র বিলগ্নিকরণ পিছিয়ে দিয়েছেন তাঁরা। কারণ এতটা অনিশ্চিত বাজারে বড় মাপের শেয়ার ইস্যু আনা যায় না। প্রসঙ্গত, ওএনজিসি শেয়ার ছেড়ে প্রায় ৭০ হাজার কোটি টাকা ভাঁড়ারে তুলতে চায় কেন্দ্র। তবে চিনের অর্থনীতির শ্লথগতি থেকে শেষ পর্যন্ত ভারত ফায়দাই তুলবে বলে দাবি করেন জেটলি। কারণ, চিনা অর্থনীতির দুর্বলতার কারণে বিদেশি লগ্নির নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দ্রুত সামনের সারিতে এগিয়ে আসছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE