Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business News

৩৯৯ টাকার রিচার্জে কী অফার দিচ্ছে জিও?

জিও-র গ্রাহকদের জন্য সুখবর! নতুন বছরেও ক্যাশব্যাকের সুবিধা পাবেন তাঁরা। আর কী কী অফার রয়েছে রিলায়্যান্স জিও-র ঝুলিতে? গ্যালারির পাতায় সে সব দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৯
Share: Save:
০১ ০৯
জিও কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩৯৯ টাকার মোবাইল রিচার্জে মিলবে ৩,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

জিও কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩৯৯ টাকার মোবাইল রিচার্জে মিলবে ৩,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

০২ ০৯
জিও সূত্রে খবর, চলতি বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু থাকার কথা আগে ঘোষণা করা হলেও, আগামী  ১৫ জানুয়ারি পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

জিও সূত্রে খবর, চলতি বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু থাকার কথা আগে ঘোষণা করা হলেও, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

০৩ ০৯
কী ভাবে মিলবে ৩,৩০০ টাকার ক্যাশব্যাক? তা-ও জানিয়েছেন জিও কর্তৃপক্ষ। তিন ভাবে তা হাতে পাবেন গ্রাহকেরা।

কী ভাবে মিলবে ৩,৩০০ টাকার ক্যাশব্যাক? তা-ও জানিয়েছেন জিও কর্তৃপক্ষ। তিন ভাবে তা হাতে পাবেন গ্রাহকেরা।

০৪ ০৯
প্রথম পর্বে, ৪০০ টাকার ‘মাইজিও’ ক্যাশব্যাক ভাউচার দেওয়া হবে গ্রাহকদের।

প্রথম পর্বে, ৪০০ টাকার ‘মাইজিও’ ক্যাশব্যাক ভাউচার দেওয়া হবে গ্রাহকদের।

০৫ ০৯
সেই সঙ্গে জিও মানি ওয়ালেট থেকে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ভাউচার মিলবে।

সেই সঙ্গে জিও মানি ওয়ালেট থেকে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ভাউচার মিলবে।

০৬ ০৯
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ৩৯৯ টাকার রিচার্জ করবেন, তাঁদের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ৩৯৯ টাকার রিচার্জ করবেন, তাঁদের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য।

০৭ ০৯
ক্যাশব্যাক ছাড়াও নতুন বছরে আরও দু’টি অফার এনেছে জিও। ১৯৯ টাকা ও ২৯৯ টাকার ওই অফারের নাম ‘হ্যাপি নিউ ইয়ার’।

ক্যাশব্যাক ছাড়াও নতুন বছরে আরও দু’টি অফার এনেছে জিও। ১৯৯ টাকা ও ২৯৯ টাকার ওই অফারের নাম ‘হ্যাপি নিউ ইয়ার’।

০৮ ০৯
১৯৯ টাকার প্ল্যানে প্রতি দিন ১.২ জিবি ৪-জি ডেটা পাবেন গ্রাহকেরা। আর ২৯৯ টাকার প্ল্যানে পাবেন প্রতি দিন ২ জিবি ডেটা।

১৯৯ টাকার প্ল্যানে প্রতি দিন ১.২ জিবি ৪-জি ডেটা পাবেন গ্রাহকেরা। আর ২৯৯ টাকার প্ল্যানে পাবেন প্রতি দিন ২ জিবি ডেটা।

০৯ ০৯
দু’টি প্ল্যানেই আনলিমিটেড কল এবং এসএমএস করার সুবিধা মিলবে। সেই সঙ্গে জিও অ্যাপের মাধ্যমে মিউজিক, ম্যাগাজিন বা ওয়েবসাইটও দেখতে, পড়তে পারবেন জিও-র গ্রাহকেরা।

দু’টি প্ল্যানেই আনলিমিটেড কল এবং এসএমএস করার সুবিধা মিলবে। সেই সঙ্গে জিও অ্যাপের মাধ্যমে মিউজিক, ম্যাগাজিন বা ওয়েবসাইটও দেখতে, পড়তে পারবেন জিও-র গ্রাহকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE