Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Karlmann King

দাম ১৪ কোটির বেশি, এটিই বিশ্বের সবচেয়ে দামি এসইউভি

কার্লমান কিঙ্গ। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। বাইরে থেকে দেখতে হিরের মতো। দেখে নিন এই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ ফিচার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ১০:৩১
Share: Save:
০১ ০৭
কার্লমান কিঙ্গ। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। বাইরে থেকে দেখতে হিরের মতো। দেখে নিন এই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ ফিচার।

কার্লমান কিঙ্গ। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। বাইরে থেকে দেখতে হিরের মতো। দেখে নিন এই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ ফিচার।

০২ ০৭
ইউরোপের একটি দল চিনের সংস্থা আইএটি-র সঙ্গে যৌথ ভাবে এই গাড়িটি বানিয়েছে। বাজার দর ১৪ কোটি টাকার কিছু বেশি।

ইউরোপের একটি দল চিনের সংস্থা আইএটি-র সঙ্গে যৌথ ভাবে এই গাড়িটি বানিয়েছে। বাজার দর ১৪ কোটি টাকার কিছু বেশি।

০৩ ০৭
দৈর্ঘ্যে প্রায় ৬ মিটার এবং এর ওজন ৪.৫ টন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এতে ৬.৮ লিটার ভি ১০ পেট্রোল ইঞ্জিন রয়েছে।

দৈর্ঘ্যে প্রায় ৬ মিটার এবং এর ওজন ৪.৫ টন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং এতে ৬.৮ লিটার ভি ১০ পেট্রোল ইঞ্জিন রয়েছে।

০৪ ০৭
সংস্থার দাবি, যাত্রা আরামদায়ক করার জন্য এই গাড়ির জুড়ি মেলা ভার।

সংস্থার দাবি, যাত্রা আরামদায়ক করার জন্য এই গাড়ির জুড়ি মেলা ভার।

০৫ ০৭
গাড়ির ভিতরে কোনও রকম ঝাঁকুনি বুঝতে পারবেন না আরোহীরা। রাস্তা খারাপ হলেও এই সুবিধা পাবেন আরোহীরা।

গাড়ির ভিতরে কোনও রকম ঝাঁকুনি বুঝতে পারবেন না আরোহীরা। রাস্তা খারাপ হলেও এই সুবিধা পাবেন আরোহীরা।

০৬ ০৭
বিনোদনের জন্য এইচডি ৪-কে স্ক্রিন, প্লে স্টেশন ফোর, স্যাটেলাইট টিভি এবং স্যাটেলাইট ফোন— সবই রয়েছে গাড়ির মধ্যে।

বিনোদনের জন্য এইচডি ৪-কে স্ক্রিন, প্লে স্টেশন ফোর, স্যাটেলাইট টিভি এবং স্যাটেলাইট ফোন— সবই রয়েছে গাড়ির মধ্যে।

০৭ ০৭
বিনোদনের আরও আরও ব্যবস্থা রয়েছে। যেমন, চাইলেই বানিয়ে ফেলতে পারবেন কফি। সঙ্গে ফ্রিজ থেকে বার করে নিন পছন্দের খাবার। কারণ কফি মেশিন থেকে রেফ্রিজারেটর সবই থাকছে এই গাড়িতে।

বিনোদনের আরও আরও ব্যবস্থা রয়েছে। যেমন, চাইলেই বানিয়ে ফেলতে পারবেন কফি। সঙ্গে ফ্রিজ থেকে বার করে নিন পছন্দের খাবার। কারণ কফি মেশিন থেকে রেফ্রিজারেটর সবই থাকছে এই গাড়িতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE