Advertisement
E-Paper

পর্যটনে বিদেশি স্টার্ট-আপ সংস্থার পা শহরে

রথ দেখা এবং কলা বেচা। এই আপ্ত বাক্যে ভরসা রেখে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবল খেলার সঙ্গে জোট বেঁধে পর্যটন ব্যবসায় নেমেছে লন্ডনের স্টার্ট-আপ সংস্থা প্রিমিয়ার এক্সপ্লোর। আর সে দেশের বাইরে প্রথম পা রাখার জন্য ব্রিটিশ এই সংস্থা বেছে নিয়েছে আর এক ফুটবল-প্রেমী শহর কলকাতাকেই। ২০১৪-এ তৈরি সংস্থা প্রিমিয়ার এক্সপ্লোর স্থানীয় উদ্যোগপতি অভিজিৎ দাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:২০

রথ দেখা এবং কলা বেচা। এই আপ্ত বাক্যে ভরসা রেখে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবল খেলার সঙ্গে জোট বেঁধে পর্যটন ব্যবসায় নেমেছে লন্ডনের স্টার্ট-আপ সংস্থা প্রিমিয়ার এক্সপ্লোর। আর সে দেশের বাইরে প্রথম পা রাখার জন্য ব্রিটিশ এই সংস্থা বেছে নিয়েছে আর এক ফুটবল-প্রেমী শহর কলকাতাকেই।

২০১৪-এ তৈরি সংস্থা প্রিমিয়ার এক্সপ্লোর স্থানীয় উদ্যোগপতি অভিজিৎ দাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সংস্থার প্রতিষ্ঠাতা পিটার ওয়াটস-এর দাবি, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার সবচেয়ে বেশি সংখ্যক টেলিভিশন দর্শক রয়েছেন ভারতে। ফলে এই খেলাকে কেন্দ্র করে তৈরি পর্যটন পরিকল্পনার বাণিজ্যিক সাফল্য নিয়ে নিঃসংশয় পিটার ও অভিজিৎ দু’জনেই।

কলকাতায় অফিস তৈরির আগেই সংস্থার প্যাকেজ কিনেছেন ১০০ জন ভারতীয়। প্রসঙ্গত, তাঁদের মধ্যে প্রথম অভিজিৎবাবু। তাঁর দাবি, চলতি বছরে কমপক্ষে ২০০ জন ক্রেতা পাবে সংস্থা। গত ফুটবল মরসুমে ১৫ কোটির বেশি ভারতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দেখেছেন। এঁদের মধ্যে অনেকেই মাঠে গিয়ে খেলা দেখতে চান। তাঁদের জন্য থাকবে প্রিয় খেলোয়াড়ের সঙ্গে সেলফি তোলার সুযোগ, সংস্থার নিজস্ব গাড়ি করে লন্ডন-সহ বিভিন্ন শহর ঘুরে দেখার সুবিধা। প্যাকেজের দাম শুরু ২০০০ পাউন্ড (প্রায় ২ লক্ষ টাকা) থেকে।

কলকাতার পরে দিল্লি ও মুম্বইয়ে অফিস খুলছে এই সংস্থা। ভারতের পরে পশ্চিম এশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও ব্যবসা ছড়াতে চায় তারা। সংস্থার দাবি, যে-ভাবে ইপিএল-কে ঘিরে পর্যটন পরিকল্পনা করা হয়েছে, সে ভাবেই ভবিষ্যতে আইএসএল ফুটবল খেলাকে কেন্দ্র করেও পর্যটন কৌশল তৈরি করা সম্ভব।

london start up org premier explore tourism industry epl london start up epl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy