Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নতুন আর্থিক বছর ভাল কাটবে, আশায় বাজার

শুক্রবার প্রায় ৭২ পয়েন্ট পতন দিয়ে ২০১৬-’১৭ অর্থবর্ষ শুরু করল সেনসেক্স। তবে বিশেষজ্ঞদের আশা, সারা বছর ভাল কাটবে শেয়ার বাজারের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৪:৪২
Share: Save:

শুক্রবার প্রায় ৭২ পয়েন্ট পতন দিয়ে ২০১৬-’১৭ অর্থবর্ষ শুরু করল সেনসেক্স। তবে বিশেষজ্ঞদের আশা, সারা বছর ভাল কাটবে শেয়ার বাজারের। তাঁদের দাবি, সদ্য পেরনো ২০১৫-’১৬ সালে যে সব কারণে সেনসেক্স ৯.৩৬% এবং নিফটি ৯.৭২% পড়েছে, নতুন বছরে তার অনেকগুলিরই উল্টো পথে হাঁটার ইঙ্গিত মিলেছে। ফলে ক্রমশ তেজী হয়ে উঠতে পারে বাজার।

শুক্রবার মূলত লগ্নিকারীদের শেয়ার বেচে মুনাফা তোলার জেরেই নামে সূচক। তবে স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের দাবি, যে সব কারণে এ বছর তা চাঙ্গা হতে পারে সেগুলি হল— জিএসটি-সহ নানা সংস্কার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা, রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর পথ চওড়া হওয়া, বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে থাকার ইঙ্গিত, গত অর্থবর্ষে ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বাজেটের পর আবার ফিরে আসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

financial year market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE