Advertisement
E-Paper

আসছে নোকিয়ার সবচেয়ে দামি স্মার্টফোন, জেনে নিন এর দাম ও ফিচার

নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে উচ্ছ্বসিত গ্রাহকরাও। এর মধ্যেই ফের আরও একটি নতুন মডেল নিয়ে অ্যান্ড্রয়েড দুনিয়ায় এল এইচএমডি গ্লোবাল। জানা যাচ্ছে অ্যান্ড্রয়েডের দুনিয়ায় সম্ভবত এটাই হতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি স্মার্ট ফোন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ১৮:৩১
জুলাইয়ের শেষেই বাজারে আসবে এই ফোন। ছবি: নোকিয়া ৮-এর ফেসবুক পেজের সৌজন্যে।

জুলাইয়ের শেষেই বাজারে আসবে এই ফোন। ছবি: নোকিয়া ৮-এর ফেসবুক পেজের সৌজন্যে।

সদ্য অ্যান্ড্রয়েডের মাঠে দৌড় শুরু করেছে নোকিয়া। নোকিয়া ৩, ৪, ৫, ৬ সবক’টি মডেলই মিলছে বাজারে। নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে উচ্ছ্বসিত গ্রাহকরাও। এর মধ্যেই ফের আরও একটি নতুন মডেল নিয়ে অ্যান্ড্রয়েড দুনিয়ায় এল এইচএমডি গ্লোবাল। জানা যাচ্ছে অ্যান্ড্রয়েডের দুনিয়ায় সম্ভবত এটাই হতে চলেছে নোকিয়ার সবচেয়ে দামি স্মার্ট ফোন।

সংস্থা সূত্রে খবর, এ মাসেরই শেষের দিকে বাজারে আসবে নোকিয়া ৮। ৩১ জুলাই থেকে অনলাইনে মিলতে পারে নোকিয়ার এই নতুন মডেল। মনে করা হচ্ছে, নতুন এই ফোনের দাম হতে পারে ৪০ হাজারেরও বেশি। কী কী ফিচার রয়েছে নতুন এই ফোনে? দেখে নেওয়া যাক এক নজরে।

আরও পড়ুন: ৩৩১০-এর সঙ্গে বাজারে এল নোকিয়া ফাইভ, জেনে নিন কী ফিচার রয়েছে

• স্ন্যাপড্রাগন কোয়ালকম ৮৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে।

• রয়েছে ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি।

• ২৫৬ জিবি পর্যন্ত থাকবে এক্সপ্যানডেবল মেমরি।

• ডুয়াল সিম ও সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই ফোন।

• চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। স্টিল, ব্লু, গোল্ড/ব্লু ও গোল্ড/কপার।

• অ্যান্ড্রয়েডের ৭.০ ভার্সন পাওয়া যাবে এই ফোনে।

• থাকবে ৩৯৯৯ এমএএইচ ব্যাটারি।

• ২৪ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে নোকিয়া ৮-এ।

• নোকিয়া ৮-এর ডিসপ্লে হবে ৫.৭০ ইঞ্চির।

• রেসলিউশন ১৪৪০*২৫৬০।

Nokia 8 New Mobile Launch Smartphone Mobile Review Mobile Features Nokia নোকিয়া ৮
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy