Advertisement
E-Paper

ফ্যানেও বিদ্যুৎ বাঁচাতে উদ্যোগ

বিদ্যুতের খরচ কম হয়, এমন ফ্যান এ বার কম দামে বিক্রির পরিকল্পনা করেছে কেন্দ্র। যাতে সেগুলির ব্যবহার বাড়ে। এ জন্য প্রায় ১১ লক্ষ ফ্যান তৈরির বরাত দিতে দরপত্র চেয়েছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০০

বিদ্যুতের খরচ কম হয়, এমন ফ্যান এ বার কম দামে বিক্রির পরিকল্পনা করেছে কেন্দ্র। যাতে সেগুলির ব্যবহার বাড়ে। এ জন্য প্রায় ১১ লক্ষ ফ্যান তৈরির বরাত দিতে দরপত্র চেয়েছে তারা। ইন্ডিয়ান ফ্যান ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশেনের (ইফমা) আশা, এই সব ফ্যানের ব্যবসা বাড়াতে সাহায্য করবে কেন্দ্রের উদ্যোগ।

ইফমা-র হিসেব, বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৩০% খরচ হয় ফ্যান চালাতে। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যানের ব্যবহার বাড়লে আগামী ক’বছরে বাঁচবে প্রায় ৩০ হাজার মেগাওয়াট। কারণ হিসেবে সংগঠনের চেয়ারম্যান রোহিত মাথুরের দাবি, সাধারণ ফ্যান চালাতে যেখানে ৭৫ ওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে এটিতে ৫০ ওয়াট। ফলে দামও পড়ে গড়ে ২০০-২৫০ টাকা বেশি। যদিও ভালমতো রক্ষণাবেক্ষণ করা হলে বছরখানেকের মধ্যে ক্রেতার বাড়তি খরচ পুষিয়ে যাবে বলে জানান তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ী আলোর ব্যবহার বাড়াতে আগে রাজ্যের সঙ্গে জোট বেঁধে সিএফএল, এলইডি ইত্যাদি কম দামে বিক্রি শুরু করেছিল কেন্দ্র। মাথুর জানান, একই ভাবে এ রকম ফ্যানও কম দামে বেচা হবে। উত্তরপ্রদেশ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে বিদ্যুৎ সংস্থার মাধ্যমে এগুলি বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গে অবশ্য এখনও তা হয়নি। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওরা এ ধরনের আলো বিক্রি করবে জানিয়েছে। আমরা সায় দিয়েছি। ফ্যানেও এমন প্রস্তাব এলে আপত্তি নেই।’’

Fan Electricity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy