রাজ্যে শিল্পে খরা। তাই অনলাইনে কেনাকাটাকে আঁকড়ে ধরেই বাড়তে চাইছে রাজ্যের প্যাকেজিং শিল্প। এ কথা জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের (আইআইপি) কলকাতা শাখার কর্তারা।
দেশে প্যাকেজিং শিল্পের উন্নতির ব্যাপারে বিশদে আলোচনার জন্য সম্প্রতি কলকাতায় আইআইপি এক সম্মেলনের আয়োজন করে। নতুন প্রযুক্তি ব্যবহার করে কী ভাবে প্যাকেজিং শিল্পের উন্নতি করা যায়, সে ব্যাপারে এই শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোগপতি ও অন্যদের অবহিত করাই এর উদ্দেশ্য বলে জানান আইআইপির কর্তারা।
প্যাকেজিং শিল্পে অগ্রগতির দিক থেকে সারা দেশে পূর্বাঞ্চল পিছনের সারিতে রয়েছে বলে জানিয়েছে আইআইপি। উত্তর এবং পূর্বাঞ্চলে যেখানে প্যাকেজিং শিল্প প্রতি বছর ৩৫ শতাংশ করে বাড়ছে, সেখানে পূর্বাঞ্চলে তার ব্যবসা বৃদ্ধির হার ১৫ শতাংশ।
তবে পূর্বাঞ্চলে অনলাইনের মাধ্যমে কেনাকাটা দ্রুত বাড়ছে বলে জানান আইআইপি-র কর্তারা। তাঁরা বলেন, নেট বাজারের ক্ষেত্রে প্যাকেজিংয়ের বড় ভূমিকা রয়েছে। আইআইপি কর্তারা জানান, নলেন গুড়ের সন্দেশ এবং জয়নগরের মোয়া বিদেশে রফতানি করার জন্য উপযুক্ত প্যাকেজিং-এর ব্যবস্থা করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার তাঁদের উপর দিয়েছে।