Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Farmers

লক্ষ্য বদল হল নাকি, মন্ত্রীর কথায় ধোঁয়াশা

পুস্তিকাটির মধ্যে রয়েছে গত ছ’বছরে মোদী সরকার চাষিদের স্বার্থ রক্ষার জন্য কী কী কাজ করেছে, তার বিস্তারিত ব্যাখ্যা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৫:৫০
Share: Save:

সেই গোড়া থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে আসছেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন তাঁরা। মোদী স্বপ্ন ফেরি করতে দেখা গিয়েছে তাঁর নেতা-মন্ত্রীদেরও। অথচ বুধবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সেই সরকারেরই বিলি করা পুস্তিকার শিরোনাম দেখেই চক্ষু চড়ক গাছ বিরোধীদের। সঙ্গে একগুচ্ছ প্রশ্নও। কারণ, সেখানে লেখা ‘কিসানো কে আমদানি বর্ষ ২০২৪ তক দুগনা করনা।’ অর্থাৎ কৃষকদের রোজগার ২০২৪ সাল নাগাদ দ্বিগুণ করা। প্রশ্ন ওঠে, পুস্তিকার উপরে ভুল করে ছাপা হল ২০২৪? না কি কৃষকদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যটাই নিশ্চুপে বদলে দিল সরকার?

পুস্তিকাটির মধ্যে রয়েছে গত ছ’বছরে মোদী সরকার চাষিদের স্বার্থ রক্ষার জন্য কী কী কাজ করেছে, তার বিস্তারিত ব্যাখ্যা। শুধু তাই নয়, ভেতরে রয়েছে প্রধানমন্ত্রীর বার্তাও, ‘‘আসুন স্বপ্ন দেখি ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার সময় দেশে কৃষকদের আয়ও দ্বিগুণ হবে।’’

এ নিয়ে পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘২০২২ সালের লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে। কিন্তু কেন্দ্রের সব প্রকল্পই পাঁচ বছরের জন্য করা।’’

যা শুনে সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিয়ে ঘনীভূত হল ধোঁয়াশা। অনেকের অভিযোগ, অবস্থা বেগতিক দেখে লক্ষ্যই আসলে বদলেছে। তা না হলে, ২০২২ লক্ষ্য হলে চাষিদের আয় দ্বিগুণ করতে ২০২৪ লেখা হল কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmers Agriculture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE