পুরনো পাঁচশো, হাজারের নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের বাজার দখলে ঝাঁপিয়েছিল পেটিএম। যার অঙ্গ হিসেবে বুধবারই নিজেদের নতুন অ্যাপ ‘পিওএস’ এনেছিল তারা। জানিয়েছিল, এর মারফত ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা মেটানো যাবে কার্ড ঘষার যন্ত্র (পয়েন্ট অব সেল) না-থাকলেও। কিন্তু গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়ে আপাতত সেই অ্যাপ তুলে নিল তারা।
শুক্রবার পেটিএমের ঘোষণা, শিল্পমহলের সুপারিশের পরেই অ্যাপটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটিতে বাড়তি সুরক্ষা ব্যবস্থা এনে শীঘ্রই তা ফের চালু করা হবে। তবে এই অ্যাপ মারফত লেনদেনের সময়ে গ্রাহকের কার্ডের তথ্য সংস্থার অ্যাপ বা সার্ভারে জমা থাকে না বলে এ দিন দাবি করেছে পেটিএম।