গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকা নিয়ে প্রশ্ন ওঠায় পেটিএম তাদের আনা নতুন অ্যাপ পয়েন্ট অব সেল (পিওএস) বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছিল শুক্রবার। অনলাইনে টাকা মেটানোর সংস্থাটি শনিবার জানাল, ওই অ্যাপ ফের চালু করেছে তারা। যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা মেটানো যাবে কার্ড ঘষার যন্ত্র না-থাকলেও। তবে পেটিএমের প্রতিষ্ঠাতা ও চিফ এগ্জিকিউটিভ বিজয় শেখর শর্মা এ দিন মেনে নিয়েছেন, বিস্তারিত তথ্য কপি হয়ে যায় বলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্ডে যে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকে, তা রয়েছে তাঁদের পিওএস পরিষেবাতেও ।