Advertisement
০১ মে ২০২৪
Pegatron and TATA

আইফোন কারখানায় আগ্রহী টাটারা

চেন্নাইয়ে পেগাট্রনের কারখানায় প্রায় ১০,০০০ কর্মী রয়েছেন। বছরে প্রায় ৫০ লক্ষ আইফোন তৈরি হয়।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ০৫:৪২
Share: Save:

ভারতে আইফোনের কারখানা বিক্রির জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করেছে পেগাট্রন। চেন্নাইয়ের কাছে ওই কারখানাটিতে অ্যাপলের পণ্য তৈরি করে তাইওয়ানের সংস্থাটি। সূত্রের খবর, যৌথ উদ্যোগে কারখানাটি চালাতে আগ্রহী টাটারা অন্তত ৬৫% নিয়ন্ত্রণ হাতে রাখতে চায়। বাকিটা থাকবে পেগাট্রনের হাতে। তারা প্রযুক্তিগত সাহায্য দেবে। দুই সংস্থার কেউই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। তবে অন্য এক সূত্রের খবর, আলোচনা যে জায়গায় রয়েছে তাতে আগামী ছ’মাসের মধ্যে কারখানার হাতবদল হয়ে যেতে পারে।

চেন্নাইয়ে পেগাট্রনের কারখানায় প্রায় ১০,০০০ কর্মী রয়েছেন। বছরে প্রায় ৫০ লক্ষ আইফোন তৈরি হয়। ওই কারখানার পাশে দ্বিতীয় আইফোন কারখানা গড়ছে তারা। আলোচনা সফল হলে সব কর্মী ও দ্বিতীয় কারখানাটিও আসবে টাটাদের হাতে।খবর, টাটা ইলেকট্রনিক্সের মাধ্যমে তারা উদ্যোগে যোগ দিতে চাইছে।

সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকার প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের পণ্যগুলি নানা সংস্থাকে দিয়ে উৎপাদন করায়।ফক্সকন, পেগাট্রনের পাশাপাশি টাটারাভারতে যন্ত্রাংশ জুড়ে আইফোন তৈরিকরে। তামিলনাড়ুতে আরও একটিকারখানা গড়ছে তারা। পাশাপাশি, ভূ-রাজনৈতিক সমস্যার জেরে পণ্যের উৎপাদনের একাংশ চিন থেকে সরিয়ে আনতে চায় অ্যাপল। এ ক্ষেত্রে ভারত তাদের অন্যতম গন্তব্য। সেই সুযোগই কাজে লাগাতে চাইছে টাটারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

iphone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE