Advertisement
E-Paper

রোজকার তেলের দাম কী, চট করে জেনে নেবেন কী ভাবে

ইন্ডিয়ান অয়েল-সহ তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রে খবর, তেলের দৈনিক দাম জানাতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে তারা। দেশের প্রায় সমস্ত পেট্রোল পাম্পে এলইডি স্ক্রিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এসএমএস, টোল-ফ্রি নম্বর, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমেও ক্রেতাদের কাছে বার্তা পৌঁছে যাবে। সমগ্র ব্যবস্থা নিয়ন্ত্রণে দেশ জুড়ে ৮৭টি কন্ট্রোল রুম খোলারও সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অয়েল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৬:০৩

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার থেকে সারা দেশে দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম বদলানো শুরু হল। প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

কী ভাবে জানবেন পেট্রোল-ডিজেলের দৈনন্দিন দাম?

• ইন্ডিয়ান অয়েল-সহ তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রে খবর, তেলের দৈনিক দাম জানাতে দেশের প্রায় সমস্ত পেট্রোল পাম্পে এলইডি স্ক্রিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এসএমএস, টোল-ফ্রি নম্বর, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমেও ক্রেতাদের কাছে বার্তা পৌঁছে যাবে। সমগ্র ব্যবস্থা নিয়ন্ত্রণে দেশ জুড়ে ৮৭টি কন্ট্রোল রুম খোলারও সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অয়েল।

আরও পড়ুন: পাম্প বাড়াতে ডাক রিলায়্যান্স-বিপিকে

• এ ছাড়াও থাকছে ইন্ডিয়ান অয়েলের বিশেষ মোবাইল অ্যাপ। ফুয়েল@আইওসি (Fuel@IOC)। এই অ্যাপটি ডাউনলোড করলেই দেশের যে কোনও শহরে বসে সহজেই জেনে নেওয়া যাবে সে দিনের পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, ওই অ্যাপে একটি ট্যাব রয়েছে ‘Locate Us’। ট্যাবটিতে ক্লিক করলেই একটি ম্যাপ খুলবে যার মারফত কাছাকাছি কোন পেট্রোল পাম্প রয়েছে তা সহজেই জানা যাবে। সেই সঙ্গে ওই পাম্পটিতে সে দিনের পেট্রোল-ডিজেলের দামও জেনে নেওয়া যাবে।

• এসএমএসের মাধ্যেমেও ক্রেতারা দৈনন্দিন দাম জানতে পারেন। সে ক্ষেত্রে RSP>SPACE>DEALER CODE দিয়ে ৯২২৪৯-৯২২৪৯ এই নম্বরে এসএমএস পাঠালেই দাম জানা যাবে। ক্রেতারা যে পাম্প থেকে তেল ভরাবেন সেখানেই লেখা থাকবে ডিলার কোড।

সংস্থা সূত্রে খবর, এ বার থেকে রোজ রাত ৮টা পাম্পের ডিলারদের পরের দিনের দাম জানিয়ে দেবে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাই। ক্রেতারা নতুন দাম সঠিক কি না, যাচাই করতে চাইলে সংশ্লিষ্ট তেল সংস্থার দেওয়া নম্বরে এসএমএস করে জেনে নিতে পারবেন।

Petrol Diesel Fuel price IOCL BPCL HPCL পেট্রোল ডিজেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy