Advertisement
১৮ মে ২০২৪

পা ফেলুন দেখে

যে কোনও লগ্নি বা সঞ্চয়ের ক্ষেত্রেই চোখ, কান খোলা রেখে এগোতে হয়। আর শেয়ারের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় তো বটেই।

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৯:১০
Share: Save:

যে কোনও লগ্নি বা সঞ্চয়ের ক্ষেত্রেই চোখ, কান খোলা রেখে এগোতে হয়। আর শেয়ারের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় তো বটেই।

• শেয়ার কেনাবেচা করার জন্য ব্রোকার সংস্থার উপর কিছুটা নির্ভর করতেই হয়। কারণ বাজারের খুঁটিনাটি নিয়ম মেনে লেনদেন চালাতে তারা সিদ্ধহস্ত এবং লগ্নিকারীর হয়ে তারাই সব করে দেয়। তাই গোড়াতেই একটি ভাল ব্রোকার সংস্থাকে বাছুন। চেনাজানা কারও মাধ্যমে এটা করতে পারলে আরও ভাল হয়।

তবে এই উন্নত প্রযুক্তির জমানায় কেউ চাইলে অনলাইনে সরাসরি শেয়ার লেনদেনও করতে পারেন।

• প্রাথমিক ভাবে এমন কয়েকটি ব্রোকার সংস্থাকে বাছুন যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সুবিধা হবে। তাদের ব্রোকারেজ ফি তুলনা করে দেখুন কোথায় খরচ কম বা বেশি। যদিও ফি কম হওয়াটাই সব থেকে বড় কথা নয়। কারা কী ভাবে কোন পরিষেবা দেয় এবং তা কতটা ভাল, সেই খবর নেওয়াটাও জরুরি। তার পরে পছন্দমতো একটি সংস্থাকে চূড়ান্ত করুন।

• ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খোলার আগে সব নিয়ম পড়ে নিন।

• লেনদেনের নথিপত্রে কোনও বিষয় নিয়ে সন্দেহ জাগলে অবশ্যই প্রশ্ন করুন।

• নো ইওর ক্লায়েন্ট ফর্ম ঠিক মতো ভর্তি করুন। অন্যান্য তথ্য জমা দিন

• তার পর শুরু করুন শেয়ার লেনদেন।

• কোনও শেয়ার কিনবেন বলে মনস্থ করলে সেটা ফোনে বা ব্রোকার সংস্থায় গিয়ে বলুন। বাকি কাজটা তারাই করে দেবে। আপনি শুধু নিয়ম মাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা মিটিয়ে দিতে ভুলবেন না।

• কোন শেয়ার কতটা কিনতে বা বিক্রি করতে চাইছেন, সেই নির্দেশ ব্রোকারকে খুব পরিষ্কার ভাবে দিন। প্রতিটি লেনদেনে টাকার পরিমাণ হিসেব করুন সঙ্গে সঙ্গে।

• প্রত্যেকটি লেনদেন যেন চুক্তিপত্রের (কনট্র্যাক্ট নোট) মাধ্যমে হয়। এবং সময় মতো সেটি যেন হাতে পাওয়া যায়।

• চুক্তিপত্র যাচাই করে দেখবেন। সেখানে থাকে—

১) ব্রোকার সংস্থাটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

২) কত টাকা দামে কোন শেয়ার কতটা কেনা হল

৩) পরিষেবা কর কতটা লাগল

৪) শেয়ার লেনদেনের জন্য যে কর দিতে হয়, সেই সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স (এসটিটি) বাবদ কতটা দিতে হল

৫) ব্রোকার কত টাকা নিল

কোনও বিষয়ে সন্দেহ হলে আবার যাচাই করুন। কিছু অসুবিধা থাকলে সরাসরি ব্রোকারকে বলুন। দরকার পড়লে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে তথ্য মেলান। কোনও অভিযোগ থাকলে যে-এক্সচেঞ্জে লেনদেন চালাচ্ছেন, তার আঞ্চলিক সালিশি কেন্দ্রে (রিজিওনাল আরবিট্রেশন সেন্টার) গিয়ে জানাতে পারেন। ওই এক্সচেঞ্জের সাইটে নিকটবর্তী কেন্দ্রের খোঁজ পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investment step loan mutual fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE