Advertisement
০৯ মে ২০২৪

পোলিশ প্রযুক্তি দেউচায়

বীরভূমের দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পে উত্তোলনের কাজে অংশীদার হচ্ছে পোল্যান্ড। 

অগ্নি রায় 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০২:৪০
Share: Save:

বীরভূমের দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পে উত্তোলনের কাজে অংশীদার হচ্ছে পোল্যান্ড।

সূত্রের খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের কর্তাদের সঙ্গে পোলিশ সংস্থার কর্তাদের বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছে, ‘ওপেন কাস্ট মাইনিং’ অর্থাৎ খনির উপরিভাগ থেকে কয়লা তোলা কার্যত অসম্ভব। সে কারণে মাটির নীচে প্রবেশ করে উত্তোলনেই গুরুত্ব দিতে চায় রাজ্য। মাটির গভীরে খননকার্যের প্রযুক্তিতে পোল্যান্ডের দক্ষতা বিশ্বে প্রথম সারির। ফলে পোল্যান্ডকে পাশে পাওয়ায় এই প্রকল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্তারা। এ ব্যাপারে রাজ্যের সঙ্গে আলোচনার পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গেও প্রয়োজনীয় চুক্তি সই হয়েছে পোল্যান্ডের।

দেওচায় কয়লার উপরিভাগে পাথরের স্তর রয়েছে। তা ভেদ করে উত্তোলনের কাজে প্রযুক্তি দিয়ে সাহায্য করবে পোল্যান্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তোলনের প্রশাসনিক পরিকাঠামো তৈরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal Mining Poland Mining Technology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE