Advertisement
০৬ মে ২০২৪

তেল নিয়ে উদ্বেগে ধাক্কা খেল বাজার, পড়ল টাকা

ফের বিশ্ব বাজারে পাঁচ মাসের তলানিতে নেমেছে অশোধিত তেলের দাম। যার ধাক্কায় শুক্রবার বড় মাপের পতন দেখল ভারতের শেয়ার বাজার। সেনসেক্স আবার নামল ৩০ হাজারের নীচে। ২৬৭.৪১ পয়েন্ট পড়ে দাঁড়াল ২৯,৮৫৮.৮০ অঙ্কে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৩:৪৭
Share: Save:

ফের বিশ্ব বাজারে পাঁচ মাসের তলানিতে নেমেছে অশোধিত তেলের দাম। যার ধাক্কায় শুক্রবার বড় মাপের পতন দেখল ভারতের শেয়ার বাজার। সেনসেক্স আবার নামল ৩০ হাজারের নীচে। ২৬৭.৪১ পয়েন্ট পড়ে দাঁড়াল ২৯,৮৫৮.৮০ অঙ্কে। গত ২২ মার্চের পড়ে একদিনে এতটা পড়তে দেখা যায়নি এই সূচককে। আর নিফ্‌টি ৭৪.৬০ পয়েন্ট নেমে থিতু হল ৯,২৮৫.৩০ অঙ্কে। উদ্বেগ ছায়া ফেলেছে টাকার দামেও। ডলারের সাপেক্ষে তা পড়েছে ২০ পয়সা। এক ডলার হয়েছে ৬৪.৩৮ টাকা।

এ দিন নিউ ইয়র্কে তেলের দাম দাঁড়ায় ব্যারেলে ৪৩.৭৬ ডলার। যা গত পাঁচ মাসে সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অর্থনীতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়ে বিশ্ব বাজারে ধাতু-সহ বিভিন্ন পণ্যের দাম পড়েছে। যার অঙ্গ ছিল অশোধিত তেলও। এর প্রভাবেই ভারতের শেয়ার বাজারে ছড়ায় পতনের আতঙ্ক। বিশেষ করে এই মুহূর্তে সূচক অনেকটা উঁচুতে থাকায়, সামান্য আঘাতে তার পড়ার সম্ভাবনা যেখানে বেশি। ফলে লগ্নিকারীরা শেয়ার বেচে দ্রুত লাভ ঘরে তুলতে শুরু করেন। সব থেকে বেশি পড়তে দেখা যায় ওএনজিসি, অয়েল ইন্ডিয়ার মতো তেল সংস্থার দর।

পাশাপাশি মুনাফা তোলার ঝোঁকে ৫.৫% পড়েছে ব্যাঙ্কের শেয়ারগুলিও। যদিও অনুৎপাদক সম্পদে রাশ টানতে এ দিনই ব্যাঙ্কিং রেগুলেশন আইনে সংশোধন আনার নির্দেশে সই করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যার লক্ষ্য রিজার্ভ ব্যাঙ্ককে এ ব্যাপারে আরও ক্ষমতা দেওয়া। এই পরিস্থিতিতে ভারতের বাজারকে আরও টেনে নামিয়েছে বিদেশ লগ্নিকারী সংস্থাগুলির টানা শেয়ার বিক্রির ঝোঁক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fuel Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE