Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সংসদে পাশ দেউলিয়া সংশোধনী

আজ রাজ্যসভায় সংশোধনীর পক্ষে সওয়াল করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেউলিয়া বিধিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমানাধিকার নিয়ে সমস্যা হচ্ছিল। তা যাতে আর না-হয়, তা দেখাই এর লক্ষ্য।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০১:০৪
Share: Save:

সোমবার রাজ্যসভায় পাশ হল দেউলিয়া বিধি সংশোধনী বিল। ফলে দেউলিয়া আইনে ঋণের টাকা ফেরতে এখন অগ্রাধিকার পাবে ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি। এমনকি খেলাপি সংস্থা বা সম্পদ নিলাম করে পাওয়া টাকা কী ভাবে বণ্টন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে তাদের হাতে।

আজ রাজ্যসভায় সংশোধনীর পক্ষে সওয়াল করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেউলিয়া বিধিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমানাধিকার নিয়ে সমস্যা হচ্ছিল। তা যাতে আর না-হয়, তা দেখাই এর লক্ষ্য।

দেউলিয়া আইনের আওতায় কোনও সংস্থা ধুঁকতে থাকা সংস্থাকে কিনলে, তাদের উপরে বকেয়া কর চাপবে না বলেও আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, পুরনো প্রোমোটার বা পর্ষদের বেআইনি কাজের জন্য নতুন ম্যানেজমেন্ট যাতে সমস্যায় না-পড়ে, তা সে জন্য নিলামে জেতা সংস্থাগুলির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা চালানো হবে না। সে ক্ষেত্রে আগের কর্তাদের বিরুদ্ধে ব্যক্তি হিসেবে আইনি প্রক্রিয়া চলবে।

বদল যেখানে
• ধারের টাকা ফেরতে ঋণদাতাদের অগ্রাধিকার।
• নিলামের টাকা বণ্টনের সিদ্ধান্ত তাদের হাতে।
• আইনি ব্যবস্থা-সহ পুনরুজ্জীবন প্রক্রিয়া শেষ করতে হবে ৩৩০ দিনে।
• জয়ী সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়।
• বকেয়া করের হাত থেকে ছাড় জয়ী সংস্থাকে।
• ব্যক্তিদের জন্য দেউলিয়া বিধি ধাপে ধাপে।

তবে কোনও সংস্থা নিলামে জিতেও যদি শেষ পর্যন্ত পিছিয়ে যায়, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্নের উত্তরে জানান নির্মলা। পাশাপাশি, ধাপে ধাপে ব্যক্তির জন্য দেউলিয়া বিধি চালু করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajya Sabha Amendment Parliament Bankruptcy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE