নেটের মাধ্যমে ভিডিয়ো কনটেন্টের ব্যবসা বা ওটিটি পরিষেবায় আয়ের ভাগ নিয়ে তরজা অব্যাহত। সেই আয়ের ভাগ চাওয়ার দাবি ন্যায্য ও বাস্তবসম্মত বলে ফের জানাল টেলিকম সংস্থাগুলিরসংগঠন সিওএআই। এতে দেশে ডিজিটাল পরিকাঠামো বিস্তার সহজ হবে ও তা অর্থনীতির প্রসারে সাহায্য করবে বলে দাবি তাদের।
ভারতে সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা বাড়ছে। বিনোদন থেকে খেলা, সব কিছুরই দেখা মিলছে বিভিন্ন ধরনের ওটিটি-র মঞ্চে। ইন্টারনেটের মাধ্যমেই সেই পরিষেবা দেওয়ায় সেই ব্যবসার ভাগ চেয়েছিল টেলি সংস্থাগুলি। কিন্তু ফোনে বিভিন্ন পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলির সংগঠন ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পাল্টা দাবি, আদপে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তার উপরেটেলি সংস্থাগুলির ব্যবসাও নির্ভরশীল। ফলে তাদের আয় বাড়ছে ওটিটির হাত ধরেই। আয় বণ্টন হলে বরং গ্রাহকদের নেট-নিরপেক্ষতা ধাক্কা খাবে।
পাল্টা সিওএআইয়ের দাবি, এগুলি অপপ্রচার। কিছু মহলের কায়েমি স্বার্থ রয়েছে। বরং টেলিকম পরিষেবা সংস্থাগুলি নেট নিরপেক্ষতার নিয়ম মেনেই চলে। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার জন্যই ওই আয়ের ভাগ চাওয়া হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)