Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পড়ল সূচক, টাকা

সাত মাসের উচ্চতা থেকে নেমে এল সেনসেক্স। বৃহস্পতিবার তা ২৫৭.২০ পয়েন্ট পড়ে হল ২৬,৭৬৩.৪৬ অঙ্ক। বিশেষজ্ঞেরা বলছেন, এর কারণ মূলত দু’টি। এক, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে লগ্নিকারীদের কিছুটা সতর্ক হয়ে পা ফেলা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:০১
Share: Save:

সাত মাসের উচ্চতা থেকে নেমে এল সেনসেক্স। বৃহস্পতিবার তা ২৫৭.২০ পয়েন্ট পড়ে হল ২৬,৭৬৩.৪৬ অঙ্ক। বিশেষজ্ঞেরা বলছেন, এর কারণ মূলত দু’টি। এক, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে লগ্নিকারীদের কিছুটা সতর্ক হয়ে পা ফেলা। যা টেনে নামিয়েছে অন্যান্য দেশের বেশির ভাগ সূচককেও। আর দুই, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের পূর্বাভাস। যেখানে তারা জানিয়েছে যে, আগামী কয়েকটি ত্রৈমাসিকে তাদের ব্যবসায় ওঠা-পড়া চলবে। এর জেরে এ দিন তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার বেচতে দেখা গিয়েছে লগ্নিকারীদের। তার উপর বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকাও কিছুটা চাপ তৈরি করেছে, জানাচ্ছে সংশ্লিষ্ট মহল।

পাঁচ দিন টানা ওঠার পরে এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও পড়ে গিয়েছে ৬ পয়সা। এক ডলার দাঁড়িয়েছে ৬৬.৭১ টাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rupee index
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE