Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Business News

টাকার দামে রেকর্ড পতন

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসের শেষ ভাগে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে টাকার দামে।

এই প্রথম এক দিনে টাকার দাম এতটা নিম্নমুখী হল।  ছবি: রয়টার্স।

এই প্রথম এক দিনে টাকার দাম এতটা নিম্নমুখী হল। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ২১:৫৯
Share: Save:

কেন্দ্রের আশ্বাসকে ভুল প্রমাণিত করে টাকার দামে রেকর্ড পতল ঘটল। বুধবার দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়াল ৭০.৫৯ টাকা।

গত সপ্তাহে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের দাবি ছিল, দিন কয়েকের মধ্যেই ডলারের দাম ৬৮-৬৯ টাকা হবে। তাঁর মতে, তুরস্কের আর্থিক সমস্যা ক্রমশ থিতিয়ে আসার ফল মিলবে দেশের বাজারে। সেই সঙ্গে তিনি যোগ করেছিলেন, বিশ্ববাজারে তেলের দাম যদি না বৃদ্ধি পায়, তবে ডলারের দাম ৬৮-৬৯ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। তবে সুভাষচন্দ্র গর্গের সেই আশ্বাস মেলেনি। বরং এ দিন তার সর্বকালীন পতন ঘটে।

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসের শেষ ভাগে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে টাকার দামে। সঙ্গে যোগ করতে হবে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণও। এ সব মিলিয়ে এ দিন টাকার দাম ৪৯ পয়সা (০.৭০ শতাংশ) কমে যায়।

আরও পড়ুন: সহজে দ্রুত ব্যাঙ্কঋণ পাইয়ে দিতে এ বার সাহায্য করবে গুগল

আরও পড়ুন: শুল্ক যুদ্ধে মেক্সিকো আলো, চিন মেঘে ঢাকা

গত ১৩ অগস্টের পর এই প্রথম এক দিনে টাকার দাম এতটা নিম্নমুখী হল। ওই দিন টাকার দাম কমে গিয়েছিল ১১০ পয়সা (১.৬ শতাংশ)।

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Economy Rupee Dollar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE