Advertisement
E-Paper

নিরাপদ লগ্নির টানে বাড়তি জৌলুস সোনার

বিশ্ব জুড়েই শেয়ার বাজার চাকচিক্য হারানোর দৌলতে জৌলুস সোনার বাজারে। বুধবার ভারতে প্রায় তিন বছরের সর্বোচ্চ অঙ্ক ছুঁয়ে ১০ গ্রামে ৩১ হাজার টাকা পেরিয়েছে সোনা। লন্ডনের বাজারে প্রতি আউন্স সোনার দাম ২.৭% বেড়ে দাঁড়িয়েছে ১৩০১.০৮ ডলার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৩:০৮

বিশ্ব জুড়েই শেয়ার বাজার চাকচিক্য হারানোর দৌলতে জৌলুস সোনার বাজারে।

বুধবার ভারতে প্রায় তিন বছরের সর্বোচ্চ অঙ্ক ছুঁয়ে ১০ গ্রামে ৩১ হাজার টাকা পেরিয়েছে সোনা। লন্ডনের বাজারে প্রতি আউন্স সোনার দাম ২.৭% বেড়ে দাঁড়িয়েছে ১৩০১.০৮ ডলার।

আমেরিকায় ট্রাম্পের জয় ও ভারতে ৫০০, ১,০০০ টাকার নোট বাতিলের জোড়া ধাক্কায় টালমাটাল শেয়ার বাজার। বিশেষজ্ঞদের মতে, তারই সুবাদে নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে চিরাচরিত সোনাতেই আস্থা রেখেছেন লগ্নিকারীরা। এইচডিএফসি ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ অভীক বড়ুয়া এক সমীক্ষায় জানান, ট্রাম্প রাজনীতিতে অনভিজ্ঞ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর নীতি কী হবে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে শেয়ার ও আন্তর্জাতিক মুদ্রা বাজার। ফলে লগ্নির সুরক্ষিত মাধ্যম হিসেবে সোনাকেই পছন্দ করছেন অনেক লগ্নিকারী। যে-কারণে বিশ্ব বাজারে তার দাম বেড়েছে ২.৭%।

সমীক্ষায় আরও জানানো হয়েছে, বেড়েছে তুলনায় স্থিতিশীল মুদ্রার দামও, যে-তালিকায় রয়েছে উন্নত দুনিয়ার মুদ্রা জাপানি ইয়েন, সুইস ফ্রাঁ। ডলারে এগুলির দাম বেড়েছে যথাক্রমে ২% ও ১%। টাকা প্রথম দফায় ৩১ পয়সা পড়লেও পরে ঘুরে দাঁড়ায়। তবে অনেক উন্নয়নশীল রাষ্ট্রেই মুদ্রার দাম কমেছে।

দেশের বাজারে সোনার চড়া দাম প্রসঙ্গে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার চেয়ারম্যান শঙ্কর সেনও বলেন, ‘‘ট্রাম্পের জয়ে শেয়ার ও মুদ্রার বাজার অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেই বিশ্ব জুড়ে আশঙ্কা লগ্নিকারীদের। বিশ্ব বাজারে শেয়ার ও মুদ্রার দাম পড়ার প্রভাবই পড়েছে এ দেশে। তবে সোনার দরে এই প্রভাব স্থায়ী হবে বলে মনে হয় না।’’ তাঁর ধারণা, দিন তিনেকের মধ্যে সোনা স্থিতিশীল জায়গায় ফিরে আসবে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে-ও এ ব্যাপারে একমত। তিনি মনে করছেন, ‘‘দামের অস্থিরতা চলবে দিন তিনেক। তবে ৫০০, ১,০০ টাকার নোট বাতিল হওয়ার সঙ্গে সোনা কেনার বিষয়টি সরাসরি যুক্ত নয়।’’ মূলত শেয়ার বাজার পড়ার প্রভাবেই মানুষ সোনার দিকে ঝুঁকেছেন বলে উল্লেখ করেন তিনি। বাবলুবাবু বলেন, বুধবার নগদে সোনা বিক্রি হয়নি বললেই চলে। লেনদেন হয়েছে মূলত ক্রেডিট কার্ড ও চেকের মাধ্যমে।

এ দিন কলকাতার বাজারে পাকা সোনার দাম এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে ১০৫৫ টাকা বেড়ে ছোঁয় ৩১,৮৬০ টাকা। গয়নার সোনা ১,০০০ টাকা বেড়ে ৩০,২২৫ টাকা, হলমার্ক গয়নার সোনা ১০১৫ টাকা বেড়ে ৩০,৬৮০ টাকা। গত ১৯ নভেম্বর ২০১৩ সালের পর থেকে এ দিনই সবচেয়ে বেশি ছিল সোনার দাম।

কালো টাকা ও জাল নোট ঠেকাতে কেন্দ্রের ৫০০, ১,০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তকে সাধারণ ভাবে স্বাগত জানিয়েছে গয়না শিল্প। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের ডিরেক্টর অশোক মিনাওয়ালা জানান, এর ফলে শেয়ার বাজার অনিশ্চিত হয়ে পড়ায় মঙ্গলবার রাত থেকেই সোনা কেনার হিড়িক পড়ে। যেখানে গড়ে দেশ জুড়ে প্রতিদিন সোনা বিক্রি হয় ২ টনের মতো, সেখানে তা মঙ্গলবার রাত থেকে বেড়েছে ২০০%।

gold jewelry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy