অবাঞ্ছিত বা জালিয়াতির ফোন কল ও মেসেজ আটকাতে কেন্দ্রের ‘সঞ্চার সাথি’ অ্যাপ চালুর পদক্ষেপ সফল হয়েছে, দাবি করলেন টেলিকম সচিব নীরজ মিত্তল। জানালেন, সেখানে গ্রাহকদের অভিযোগ পেয়ে দু’কোটি ভুয়ো মোবাইল নম্বর বন্ধ করেছেন তাঁরা। ৯৭% পর্যন্ত কমানো গিয়েছে আর্থিক প্রতারণামূলক কল। ২০২৩-এ ‘সঞ্চার সাথি’ এনেছিল কেন্দ্র। ফোন হারালে, অবাঞ্ছিত ও প্রতারণামূলক বা ভুয়ো ফোন এবং মেসেজ পেলে গ্রাহক ওই অ্যাপে অভিযোগ জানাতে পারেন। তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেয় টেলিকম বিভাগ (ডট)।
সচিব জানিয়েছেন, মানুষকে আর্থিক জালিয়াতি থেকে বাঁচাতে ডট একটি ব্যবস্থা তৈরি করছে, যেখানে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান প্রতারণার তথ্য আদানপ্রদান করবে। ফলে এই ধরনের ঘটনা নিশ্চিত ভাবে আটকানো যাবে। ইতিমধ্যেই সাইবার নিরাপত্তায় কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে ৭৮ লক্ষ ভুয়ো সংযোগ এবং ৭১ হাজার আর্থিক লেনদেনের কেন্দ্র বন্ধ করায় কোটি কোটি টাকা জালিয়াতির হাত থেকে রক্ষা করা গিয়েছে গ্রাহকদের। তিনি জানান, যে সব নম্বর বা সংস্থার নাম করে জালিয়াতি হয়, সেগুলিকে সূচকের মাপকাঠিতে চিহ্নিত করে এআই-এ তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)