Advertisement
১৭ মে ২০২৪

তিন সহযোগী, মহিলা ব্যাঙ্ককে নিজের সঙ্গে মেশানোর শর্ত জানাল এসবিআই

তিনটি সহযোগী ব্যাঙ্ক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে নিজেদের সঙ্গে মিশিয়ে নেওয়ার বিষয়টি অনুমোদন করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরিচালন পর্ষদ। এই মর্মে বৃহস্পতিবারই এক প্রস্তাব গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০২:২৫
Share: Save:

তিনটি সহযোগী ব্যাঙ্ক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে নিজেদের সঙ্গে মিশিয়ে নেওয়ার বিষয়টি অনুমোদন করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরিচালন পর্ষদ। এই মর্মে বৃহস্পতিবারই এক প্রস্তাব গৃহীত হয়েছে।

যে-সব সহযোগী ব্যাঙ্ককে মিশিয়ে নেওয়া এবং সেগুলির শেয়ার বিনিময়ের অনুপাত এ দিন অনুমোদন পেয়েছে সেগুলি হল: স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর (এসবিবিজে), স্টেট ব্যাঙ্ক অব মহীশূর (এসবিএম), স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর (এসবিটি)। এ ছাড়া রয়েছে ইউপিএ সরকারের আমলে চালু হওয়া ভারতীয় মহিলা ব্যাঙ্ক।

এর আগে ২০০৮ সালে আরও দু’টি সহযোগী স্টেট ব্যাঙ্ক অব সৌরাষ্ট্র এবং ২০১০ সালে স্টেট ব্যাঙ্ক অব ইনদওরকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)।

বাকি দু’টি সহযোগী স্টেট ব্যাঙ্ক অব পাতিয়ালা এবং স্টেট অব হায়দরাবাদকেও নিজের সঙ্গে মিশিয়ে নেবে এসবিআই। তবে সে ব্যাপারে এ দিন কিছু জানানো হয়নি। এগুলি বাজারে নথিভুক্ত নয়। তাদের ১০০ শতাংশ শেয়ারেরই মালিক এসবিআই।

মিশিয়ে নেওয়া চার ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্কের মধ্যে শেয়ার বিনিময়ের ব্যাপারে যা ঠিক হয়েছে, তা হল: এসবিবিজের শেয়ারহোল্ডাররা তাঁদের হাতে থাকা প্রতি ১০টি (মূল দাম ১০ টাকা) শেয়ারের বিনিময়ে স্টেট ব্যাঙ্কের ২৮টি (মূল দাম ১ টাকা) শেয়ার পাবেন। একই ভাবে এসবিএম এবং এসবিটি শেয়ারহোল্ডাররা তাঁদের প্রতি ১০টি শেয়ারের জন্য পাবেন স্টেট ব্যাঙ্কের ২২টি করে শেয়ার। ভারতীয় মহিলা ব্যাঙ্ক শেয়ার বাজারে নথিভুক্ত নয়। তাদের ৪ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৫১০টি শেয়ার কিনে নেবে এসবিআই।

ব্যাঙ্কগুলি মিশে গেলে এসবিআই বিশ্বে একটি শক্তিশালী ব্যাঙ্কে পরিণত হবে বলে কর্তৃপক্ষের দাবি। দেশ-বিদেশ মিলে শাখা সংখ্যা দাঁড়াবে ২২,৫০০। এটিএম ৫৮,০০০। বর্তমানে স্টেট ব্যাঙ্কের মোট ১৬,৫০০ শাখা রয়েছে।

এ দিনের সিদ্ধান্তের পরে সহযোগী ব্যাঙ্কগুলির শেয়ার দর চড় চড় করে বেড়ে যায়। এসবিবিজের দর ৩.৪৯% বেড়ে দাঁড়ায় ৬৭৩.৩০ টাকা। এসবিএম ২.০৬% বেড়ে হয়েছে ৬২১.৭০ টাকা। স্টেট ব্যাঙ্কের শেয়ার দরও বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SBI BMBL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE