Advertisement
০৬ মে ২০২৪

ঋণ খেলাপের সমস্যা যুঝতে আসরে সেবি-ও

বিশেষজ্ঞদের ধারণা, এতে ঋণ খেলাপের দায়ে ধুঁকতে থাকা সংস্থার হাতবদল সহজ হবে। সুবিধা হবে নতুন দেউলিয়া বিধি কার্যকর করা। সম্প্রতি বিপুল ঋণ খেলাপের জন্য ১২টি সংস্থাকে চিহ্নিত করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

বার্তা: অজয় ত্যাগী। ছবি: পিটিআই।

বার্তা: অজয় ত্যাগী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৫:১০
Share: Save:

বিপুল অনুৎপাদক সম্পদের সমস্যা মোকাবিলায় এ বার ময়দানে সেবি-ও। সময়ে ধার মেটাতে না-পারার সমস্যায় জেরবার সংস্থাগুলিকে অধিগ্রহণের পথ কিছুটা সহজ করল শেয়ার বাজার নিয়ন্ত্রক।

বুধবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে এই নিয়ম বদলের কথা জানান সেবি-র চেয়ারম্যান অজয় ত্যাগী। কোনও সংস্থা বিপুল অঙ্কের ঋণ সময়ে শোধ করতে না-পারায় হয়তো সেখানে তার বদলে শেয়ার নিয়েছে ঋণদাতা ব্যাঙ্ক। এ বার আর একটি সংস্থা সেই শেয়ার কিনে ঋণগ্রস্ত সংস্থাটিকে অধিগ্রহণ করতে চাইলে, তার জন্য নিয়ম এ দিন শিথিল করেছে সেবি। জানিয়েছে, সে ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে খোলা বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দিতে হবে না।

বিশেষজ্ঞদের ধারণা, এতে ঋণ খেলাপের দায়ে ধুঁকতে থাকা সংস্থার হাতবদল সহজ হবে। সুবিধা হবে নতুন দেউলিয়া বিধি কার্যকর করা। সম্প্রতি বিপুল ঋণ খেলাপের জন্য ১২টি সংস্থাকে চিহ্নিত করেছে রিজার্ভ ব্যাঙ্ক। শুরু হয়েছে দ্রুত তাদের উপর নতুন দেউলিয়া বিধি কার্যকর করা। সেবি-র এ দিনের পদক্ষেপ তাতে সুবিধা করে দেবে বলেই তাঁদের দাবি।

এ দিন পি-নোট নিয়ে অবস্থানও আরও কড়া করেছে সেবি। তার উপর প্রতি তিন বছরে ১,০০০ ডলার করে ফি বসানোর কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে ফাটকা লেনদেনে তা ব্যবহারের উপরেও।

নরমে-গরমে

• সময়ে শোধ করতে না-পারা বিপুল দেনা ঘাড়ে থাকা সংস্থা কিনে নেওয়ার নিয়ম শিথিল

• তার শেয়ার হাতবদলের জন্য প্রথমে খোলা বাজারে প্রস্তাব দেওয়ার দরকার হবে না

• তবে সে জন্য শেয়ারহোল্ডারদের সায় লাগবে। অংশীদারি ধরে রাখতে হবে অন্তত তিন বছর

• পণ্য (কমোডিটি) ডেরিভেটিভে লগ্নিতে সায় হেজ ফান্ডকে

• আরও প্রশস্ত বিদেশি লগ্নি সংস্থার সরাসরি আসার পথ

• পি-নোট নিয়ে আরও কড়াকড়ি। চাপছে চড়া ফি। ব্যবহার করা যাবে না ফাটকা লেনদেনেও। তবে তা পুরো তুলে না-দেওয়ার আশ্বাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SEBI Loan সেবি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE