Advertisement
০৪ মে ২০২৪
লক্ষ্য জিএসটির সঙ্গে তাল মেলানো

সেজ আইনে বদল আনার পথে কেন্দ্র

জিএসটি (পণ্য পরিষেবা কর) আইন চূড়ান্ত হওয়ার পরে বিশেষ আর্থিক অঞ্চল (সেজ) সংক্রান্ত আইনেও কিছু পরিবর্তন আনবে কেন্দ্র। এ জন্য খসড়া আইন তৈরিও হয়ে গিয়েছে। যা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আইনি বিশেষজ্ঞদের। শুক্রবার কলকাতায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রীতা টেওটিয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:২৬
Share: Save:

জিএসটি (পণ্য পরিষেবা কর) আইন চূড়ান্ত হওয়ার পরে বিশেষ আর্থিক অঞ্চল (সেজ) সংক্রান্ত আইনেও কিছু পরিবর্তন আনবে কেন্দ্র। এ জন্য খসড়া আইন তৈরিও হয়ে গিয়েছে। যা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আইনি বিশেষজ্ঞদের। শুক্রবার কলকাতায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রীতা টেওটিয়া।

এ দিন বণিকসভা সিআইআই আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত এক আলোচনায় যোগ দিতে এসেছিলেন টেওটিয়া। সভা শেষে জানান, জিএসটি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেজ ও বৈদেশিক বাণিজ্য আইনে কিছু রদবদল করা হবে। তবে কোন কোন বিষয় বদলাতে পারে, তা নিয়ে মুখ খোলেননি তিনি ।

এ দিকে, পশ্চিমবঙ্গে ইনফোসিস প্রকল্পের প্রসঙ্গও ওঠে এ দিন। যেখানে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া তথ্যপ্রযুক্তি সংস্থাটির প্রকল্পকে সেজ তকমা না-দেওয়ার কথাই ফের বলেছেন বাণিজ্য সচিব। রাজ্য সরকারের সুপারিশ না-থাকার কারণেই গত সপ্তাহে নিউটাউনে ইনফোসিসের বিশেষ আর্থিক অঞ্চল গড়ার আর্জি নিয়ে বিবেচনা হয়নি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বৈঠকে।

প্রসঙ্গত, রাজ্যে তথ্যপ্রযুক্তি সেজ গড়তে কেন্দ্রের অনুমোদন চেয়েছিল ইনফোসিস। এ জন্য সেজ সংক্রান্ত অনুমোদন পর্ষদের (বোর্ড অব অ্যাপ্রুভালস) কাছে আবেদন জানিয়েছিল তারা। গত সপ্তাহে দিল্লিতে টেওটিয়ার নেতৃত্বে ওই অনুমোদন পর্ষদের বৈঠকই বসে। সেখানে সেই আবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ইনফোসিসের সেজ-এর আবেদনে রাজ্যের সুপারিশ না-থাকায় তা বিবেচনাই হয়নি। বরং সুপারিশের অপেক্ষায় এ বিষয়ে আলোচনা স্থগিত রাখা হয়েছে। এ দিনও টেওটিয়া বলেন, রাজ্যের সুপারিশ না থাকলে এ ধরনের আবেদন বিবেচনা করা হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SEZ GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE