Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Share market today

টানা চতুর্থ দিন পড়ল সূচক, ২২১ পয়েন্ট পড়ল সেনসেক্স, ৬৮ পয়েন্ট পতন নিফটির

সপ্তাহের শেষ দিনেও ছবিটা বদলাল না, শেয়ার বাজারে পতন অব্যাহত। এ দিন সকাল থেকেই পতনের মুখে পড়ে সেনসেক্স, নিফটি।

Share market

শেয়ার বাজারে পতন অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩
Share: Save:

সপ্তাহের শেষ দিনেও ছবিটা বদলাল না, শেয়ার বাজারে পতন অব্যাহত। এ দিন সকাল থেকেই পতনের মুখে পড়ে সেনসেক্স, নিফটি। দুপুরে এক বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। দিনের শেষে বুধবারের তুলনায় ২২১.০৯ পয়েন্ট নেমে ৬৬,০০৯.১৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ৬৮.১০ পয়েন্ট কমে ১৯৬৭৪.২৫ পয়েন্টে থামল নিফটি।

sensex nifty

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: সনৎ সিংহ।

সেক্টরগুলির তালিকায় শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) প্রায় সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে হেল্‌থকেয়ার, কনজ়িউমার ডুরেবল্‌স, রিয়্যালটি। এনএসইতে এই তালিকায় রয়েছে ফার্মা, রিয়্যালটি, মেটাল। বিএসইতে সবুজ তালিকায় রয়েছে টেলিকম, অটো, ক্যাপিটাল গুডস। এনএসইতে লাভের তালিকায় সবার উপরে সরকারি ব্যাঙ্ক, স্মলক্যাপ ১০০, মাইক্রোক্যাপ ২৫০। সরকারি ব্যাঙ্কের লাভের পরিমাণ ৩.৫১ শতাংশ।

সংস্থাগুলির তালিকায় শুক্রবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মারুতি সুজ়ুকি, স্টেট ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এশিয়ান পেন্টস। এর মধ্যে সেনসেক্সে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের লাভের পরিমাণ ২.৭৯ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মারুতি সুজ়ুকি, স্টেট ব্যাঙ্ক। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে উইপ্রো, এইচডিএফসি ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, সান ফার্মা, আলট্রাটেক সিমেন্ট। উইপ্রোর বাজারদর পড়েছে ২.৩৬ শতাংশ। নিফটিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ডঃ রেড্ডিজ় ল্যাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE