Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Nokia 5

৩৩১০-এর সঙ্গে বাজারে এল নোকিয়া ফাইভ, জেনে নিন কী ফিচার রয়েছে

নস্ট্যালজিক নোকিয়া! রবিবার সারা দিন এই ধাঁচেই আবেগমেশা নানা পোস্ট ভেসে বেড়াল সোশ্যাল মিডিয়ায়। ১৭ বছর আগে মোবাইল যাঁরা ব্যবহার করতেন, তাঁদের একটা বড় অংশের হাতে দেখা যেত নোকিয়া ৩৩১০ মডেলের হ্যান্ডসেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭
Share: Save:
০১ ১২
ডিজাইন- চার ধরনের রঙে পাবেন নোকিয়া ফাইভ মডেল। নীল, রুপোলি, কালো এবং তামাটে।

ডিজাইন- চার ধরনের রঙে পাবেন নোকিয়া ফাইভ মডেল। নীল, রুপোলি, কালো এবং তামাটে।

০২ ১২
সাইজ- এই মডেলটির সাইজ ১৪৯.৭ x ৭২.৫ x ৮.০৫ মিলিমিটার।

সাইজ- এই মডেলটির সাইজ ১৪৯.৭ x ৭২.৫ x ৮.০৫ মিলিমিটার।

০৩ ১২
নেটওয়ার্ক- এলটিই ক্যাট-ফোর

নেটওয়ার্ক- এলটিই ক্যাট-ফোর

০৪ ১২
স্টোরেজ- নোকিয়া ফাইভের অভ্যন্তরীণ মেমরি রয়েছে ১৬ জিবি। ১২৮ জিবি পর্যন্ত তা বাড়ানো যাবে।

স্টোরেজ- নোকিয়া ফাইভের অভ্যন্তরীণ মেমরি রয়েছে ১৬ জিবি। ১২৮ জিবি পর্যন্ত তা বাড়ানো যাবে।

০৭ ১২
প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে।

প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে।

০৮ ১২
ব্যাটারি- ৩০০০ এমএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি আছে নোকিয়া ফাইভে।

ব্যাটারি- ৩০০০ এমএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি আছে নোকিয়া ফাইভে।

০৯ ১২
ডিসপ্লে- ৫.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১২৮০ x ৭২০ হাই ডেফিনেশন রেজলুশন এবং গোরিলা গ্লাস পাবেন নোকিয়া ফাইভে।

ডিসপ্লে- ৫.২ ইঞ্চি ডিসপ্লে এবং ১২৮০ x ৭২০ হাই ডেফিনেশন রেজলুশন এবং গোরিলা গ্লাস পাবেন নোকিয়া ফাইভে।

১০ ১২
ক্যামেরা- প্রাইমারি ক্যামেরা ১৩ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগা পিক্সেল রয়েছে এই মডেলটিতে।

ক্যামেরা- প্রাইমারি ক্যামেরা ১৩ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগা পিক্সেল রয়েছে এই মডেলটিতে।

১১ ১২
সেন্সর- অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই কম্পাস এমনকী ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন নোকিয়া ফাইভে।

সেন্সর- অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই কম্পাস এমনকী ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন নোকিয়া ফাইভে।

১২ ১২
দাম-  এই মুহূর্তে গোটা ইউরোপে নোকিয়া ফাইভ পাওয়া যাবে। এই মডেলটির দাম রাখা হয়েছে ১৮৯ ইউরো। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ১৩ হাজারের কাছাকাছি। এই বছরে ভারতেও নোকিয়া ফাইভ মডেলটি পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

দাম- এই মুহূর্তে গোটা ইউরোপে নোকিয়া ফাইভ পাওয়া যাবে। এই মডেলটির দাম রাখা হয়েছে ১৮৯ ইউরো। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ১৩ হাজারের কাছাকাছি। এই বছরে ভারতেও নোকিয়া ফাইভ মডেলটি পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy