Advertisement
০৩ মে ২০২৪

স্টার্ট আপ সংস্থার সংখ্যা বাড়াতে উদ্যোগী রাজ্য

বড় সংস্থার লগ্নি টানার পাশাপাশি এ বার স্টার্ট আপ (সদ্য তৈরি) সংস্থার সংখ্যা বাড়াতে মাঠে নামছে রাজ্য। তথ্যপ্রযুক্তি শিল্পে এখানকার নানা ইতিবাচক দিক ভিন্ রাজ্যের লগ্নিকারীদের সামনে তুলে ধরতে তৈরি করছে নতুন কর্মসূচিও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৪২
Share: Save:

বড় সংস্থার লগ্নি টানার পাশাপাশি এ বার স্টার্ট আপ (সদ্য তৈরি) সংস্থার সংখ্যা বাড়াতে মাঠে নামছে রাজ্য। তথ্যপ্রযুক্তি শিল্পে এখানকার নানা ইতিবাচক দিক ভিন্ রাজ্যের লগ্নিকারীদের সামনে তুলে ধরতে তৈরি করছে নতুন কর্মসূচিও। বুধবার সফটওয়্যার সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের অনুষ্ঠানে এসে এ কথা জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু।

ন্যাসকমের হাত ধরে রাজ্য আগেই এনেছে স্টার্ট আপ নীতি। তা কার্যকর করতে এ বার তৈরি হচ্ছে স্টার্ট আপ অ্যাকশন প্ল্যান। উদ্যোগ পুঁজি সংস্থা, স্টার্ট আপ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক ছাদের তলায় আনার জন্য তথ্যপ্রযুক্তি দফতর তৈরি করছে ওয়েবসাইট। ব্রাত্যবাবুর দাবি, তা মেধা ও পুঁজির মেলবন্ধন ঘটাতে সাহায্য করবে। এ দিকে এ দেশে মেয়েদের মধ্যে নেট ব্যবহারের প্রসার ঘটাতে টাটা ট্রাস্টস-এর সঙ্গে হাত মিলিয়েছে গুগ্‌ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

start-up firms State
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE