কিছুটা স্বস্তি ভোডাফোন আইডিয়ার (ভি)। সরকারকে বকেয়া মেটানোর টাকা নেই বলে জানিয়েছিল সংস্থা। বলেছিল, সিংহভাগ মকুব করে পাশে না দাঁড়ালে ব্যবসা বন্ধ করে দেউলিয়া আদালতে যাওয়া ছাড়া পথ থাকবে না। সোমবার সংস্থার প্রায় ২০ কোটি গ্রাহকের কথা মাথায় রেখে কেন্দ্রকে ভি-র মূল বকেয়া পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত মার্চ পর্যন্ত যাবতীয় বকেয়ার মোট অঙ্ক ছিল প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা। এর মধ্যে স্পেকট্রাম ব্যবহারের খরচ-সহ এজিআর বকেয়া, জরিমানা এবং সুদ মিলিয়ে কেন্দ্র পায় ১.৯৯ লক্ষ কোটি। ভি-র দাবি ছিল, সরকারি হিসাবে ভুল আছে। তবে তাদের আবেদনে কেন্দ্র কিছুটা বকেয়া মকুব করে ৪৯% অংশীদারি হাতেও নিয়েছে। সংস্থা আরও প্রায় ৯৪৫০ কোটি টাকা বকেয়া মকুবের আবেদন করেছে।
সোমবার শীর্ষ আদালতের বেঞ্চের নির্দেশ, ২০১৬-১৭ পর্যন্ত ৫৬০৬ কোটি টাকা মূল বকেয়া ভি-র গ্রাহকদের স্বার্থে ফের বিবেচনা করে দেখুক কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এ বার টেলিকম বিভাগ (ডট) কী করবে? এ দিন সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, গ্রাহকদের স্বার্থেই এর আগে কিছু বকেয়া মকুব করে ভি-র ৪৯% অংশীদারি হাতে নেওয়া হয়েছে। এখনও সমস্যা মেটাতে কথা চলছে।
ভি-র দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ইতিবাচক। গ্রাহকের স্বার্থেই সরকারের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী তারা। এ দিন ভি-র শেয়ার দরও বেড়ে প্রায় ১০ টাকা হয়েছে। তবে টেলিকম মহল মনে করাচ্ছে, এ মাসেই টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সরকার ভি-এ আর অংশীদারি বাড়াতে আগ্রহী নয়। ফলে শীর্ষ আদালতের নির্দেশের পরে এ বার তিনি কী বলেন, সেটা গুরুত্বপূর্ণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)