Advertisement
১১ মে ২০২৪

মিস্ত্রিকে রুখতে আগাম আপিল টাটাদের

সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্ট, বম্বে হাইকোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে ক্যাভিয়েট (আগাম আপিল) দাখিল করল টাটা গোষ্ঠী। যাতে তাদের বক্তব্য না-শুনে সাইরাসকে সরানোর সিদ্ধান্ত মুলতুবি রাখার নির্দেশ আদালত দিতে না পারে।

বৈঠক শেষে দফতরে রতন টাটা। মঙ্গলবার মুম্বইয়ে। ছবি: রয়টার্স

বৈঠক শেষে দফতরে রতন টাটা। মঙ্গলবার মুম্বইয়ে। ছবি: রয়টার্স

মুম্বই
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০৩:১৩
Share: Save:

সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্ট, বম্বে হাইকোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে ক্যাভিয়েট (আগাম আপিল) দাখিল করল টাটা গোষ্ঠী। যাতে তাদের বক্তব্য না-শুনে সাইরাসকে সরানোর সিদ্ধান্ত মুলতুবি রাখার নির্দেশ আদালত দিতে না পারে।

সকাল থেকে খবর ছড়িয়েছিল যে, আদালতের দ্বারস্থ হয়েছেন সাইরাসও। কিন্তু রাতে সাইরাসের দফতর থেকে জানানো হয়, এমন কোনও পদক্ষেপ করেননি সদ্য-প্রাক্তন টাটা কর্ণধার। শাপুরজি-পালোনজি গোষ্ঠীর পক্ষ থেকেও বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে তারা। আইনি পথে হাঁটার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনই সাইরাসের ‘ছাপ’ মুছে ফেলার কাজ শুরু করেছে টাটা গোষ্ঠী। গোষ্ঠীর পরিচালন ব্যবস্থা ও ব্যবসা কৌশল ঢেলে সাজার জন্য পরামর্শ করতে সাইরাস যে কোর কমিটি গড়েছিলেন, তা ভেঙে দেওয়া হয়েছে। পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে কর্ণধার হিসেবে সেখানে সাইরাসের দেওয়া প্রথম ও শেষ সাক্ষাৎকার। এ দিনই আবার টাটা সন্সের পরিচালন পর্ষদে অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন টাটাদের হাতে থাকা ব্রিটিশ গাড়ি সংস্থা জাগুয়ার-ল্যান্ডরোভারের সিইও র‌্যাল্ফ স্পেথ এবং টিসিএসের সিইও-ম্যানেজিং ডিরেক্টর এন চন্দ্রশেখরন। রতন টাটার কথায়, ‘‘নিজেদের সংস্থাকে অসাধারণ নেতৃত্বের জন্যই এই স্বীকৃতি।’’

এই তাল ঠোকাঠুকির মধ্যে মঙ্গলবার টাটা গোষ্ঠীর সংস্থাগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রতন টাটা। বৈঠকে তিনি বলেন, প্রতিষ্ঠান সব সময়ই ব্যক্তির থেকে বড় হওয়া উচিত। অতএব গোষ্ঠীর শীর্ষস্তরের রদবদল নিয়ে মাথা না-ঘামিয়ে নিজেদের ব্যবসার শ্রীবৃদ্ধিতেই মন দিন কর্ণধাররা। বাজারে নিজেদের এই মুহূর্তের অবস্থান যাচাই করুক প্রতিটি সংস্থা। লক্ষ্য হোক, নিজ-নিজ ক্ষেত্রে অগ্রণী সংস্থা হয়ে ওঠা এবং অবশ্যই শেয়ারহোল্ডারদের ভাল রিটার্ন দেওয়ার বন্দোবস্ত। তবে মঙ্গলবার টাটা গোষ্ঠীর সংস্থাগুলির দিন ভাল যায়নি শেয়ার বাজারে। টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ারের মতো প্রধান সংস্থাগুলির শেয়ার দর পড়েছে ১ থেকে ২.৫ শতাংশ।

এ দিনের বৈঠকে রতন টাটা বলেন, গোষ্ঠীর স্থিতিশীলতা নিশ্চিত করতেই অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। সোমবার টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে সাইরাসকে সরিয়ে অন্তর্বর্তী কর্ণধার হিসেবে তাঁর নাম ঘোষণার পরেও তিনি বলেছিলেন, গোষ্ঠীর স্থিতিশীলতা ও আস্থা ফেরানোর কথা মাথায় রেখেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি। টাটা গোষ্ঠীও জানিয়েছিল, নতুন কর্ণধার খুঁজতে রতন টাটা-সহ পাঁচ সদস্যের কমিটি গড়েছে পরিচালন পর্ষদ। বাকি সদস্যরা হলেন টিভিএস-কর্তা বেণু শ্রীনিবাসন, বেন ক্যাপিটালের ডিরেক্টর অমিত চন্দ্র, আমেরিকায় প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত রণেন সেন ও উপদেষ্টা কুমার ভট্টাচার্য।

কিন্তু মাঝের এই সময়টাই গুরুত্বপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। কারণ, টাটা-রাজ্যের টালমাটালের জেরে উদ্বেগ ছড়িয়েছে শেয়ার বাজারে। সেই ধাক্কা কী ভাবে কাটিয়ে ওঠেন রতন টাটা, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ratan Tata Cyrus Mistry Supreme Court Bombay High
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE