মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাত তীব্র হতেই বিপাকে ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক। হু-হু করে পড়েছে তাঁর বৈদ্যুতিন গাড়ি বা ইভি (ইলেকট্রনিক্স ভেহিকেল) নির্মাণকারী সংস্থা ‘টেসলা’র শেয়ারের দাম। গত ৫ জুন, বৃহস্পতিবার ১৪ শতাংশ কমে যায় এর স্টকের দর। ফলে এক লাফে মাস্কের সংস্থার বাজারমূল্য হ্রাস পেয়েছে ১৫ হাজার কোটি ডলার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত পাঁচটি লেনদেনের সেশনে চার দিনই ‘টেসলা’র শেয়ার সূচক ছিল নিম্নমুখী।
মার্কিন ব্রোকারেজ ফার্মগুলির দাবি, স্টকের দরে মেগা পতনের জেরে মাস্কের ইভি নির্মাণকারী সংস্থাটির বাজার মূলধন বর্তমানে এক লক্ষ কোটি ডলারের নীচে চলে এসেছে। লক্ষ্মীবারে বাজার বন্ধের পর দেখা যায় কমতে কমতে ‘টেসলা’র মূলধন ৯১ হাজার ৬০০ কোটি ডলারে এসে ঠেকেছে। এর আগে কখনওই এক দিনে এত বড় লোকসানের মুখ দেখেনি মাস্কের ইভি সংস্থা।
এককালের ‘ছায়াসঙ্গী’ ধনকুবের শিল্পপতির সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়তে থাকায় বৃহস্পতিবার ‘আর্থিক অবরোধ’-এর হুঁশিয়ারি দেন ট্রাম্প। মার্কিন সরকারের থেকে ‘টেসলা’ যে ভর্তুকি পায় তা অবিলম্বে বন্ধ করার কথা বলতে শোনা যায় তাঁকে। এর পরেই লাফিয়ে লাফিয়ে কমতে থাকে মাস্কের ইভি সংস্থার শেয়ারের দর। দু’পক্ষের ‘সন্ধি’ না হলে আপাতত এই অবস্থা বজায় থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।
এই ইস্যুতে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘‘আমাদের বাজেটের কোটি কোটি ডলার সাশ্রয় করার সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা।’’ সপ্তাহখানেক আগে তাঁর ‘জনকল্যাণমূলক’ বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন মাস্ক। তার পর থেকেই দুই ‘বন্ধু’র মধ্যে চরমে ওঠে বাগ্যুদ্ধ।
আরও পড়ুন:
চলতি বছরের মে মাসে ‘টেসলা’র শেয়ারের দাম ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু মাস্কের সংস্থার দাবি, হ্রাস পেয়েছে তাঁদের গাড়ি বিক্রির সংখ্যা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ট্রাম্পের সঙ্গে ‘টেসলা’ কর্তার দ্বন্দ্বের সূত্রপাত হতেই জুনের প্রথম সপ্তাহে ইভি কোম্পানিটির স্টকের দরে ১৮ শতাংশ পতন দেখা গিয়েছে। এ বছরে এখনও পর্যন্ত ‘টেসলা’র শেয়ারের দাম ৩০ শতাংশ কমেছে।