পেনশন প্রকল্পের গুরুত্বকে তুলে ধরে আরও বেশি মানুষকে তার আওতায় আনতে পদক্ষেপ করতে বলল চলতি অর্থবর্ষের আর্থিক সমীক্ষা। জানাল, এর অন্যতম পথ খরচ কমানো।
সমীক্ষায় দাবি, এনপিএস এবং অটল পেনশন (এপিওয়াই), দু’টি প্রকল্পেরই অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো। কিন্তু মোট জনসংখ্যার মাত্র ৫.৩% এগুলির আওতায়। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে দু’টিকেই ছড়িয়ে দিতে হবে। বিশেষত অসংগঠিত ক্ষেত্রের আরও বেশি মানুষকে পেনশনের সুরক্ষা দেওয়া জরুরি। এ জন্য দরকার দক্ষ তহবিল পরিচালন ব্যবস্থা এবং তার খরচ কমানো। যাতে অল্প খরচের সুবিধা দিয়ে গ্রাহক সংখ্যাও বাড়ানো যায়। উল্লেখ্য, এনপিএসে নাম লেখাতে পারেন যে কেউ আর এপিওয়াই মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য।
এনপিএস-কে অবশ্য বিশ্বের অন্যতম কম খরচের পেনশন প্রকল্প বলেও দাবি করা হয়েছে। এতে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। তহবিল খাটে শেয়ার এবং ঋণপত্রের বাজারে। পেনশনের অঙ্ক তার ভিত্তিতেই নির্ধারিত হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)