Advertisement
E-Paper

বাজারে নতুন ৫০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, নতুন নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও। নোটগুলি নতুন মহাত্মা গাঁধী সিরিজের আওতাভুক্ত হবে। নতুন ৫০ টাকার নোটের বিশেষত্ব হবে হাম্পির রথ, যা নোটের পিছন দিকে থাকবে। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে। নোটের বেস রঙ হবে ফ্লুরোসেন্ট ব্লু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ২৩:২১
নতুন ৫০ টাকার নোট

নতুন ৫০ টাকার নোট

৫০০ টাকা এবং ২০০০ টাকার নোটের পর এ বার নতুন ৫০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। রিজার্ভ ব্যাঙ্ক গত বছরেই ঘোষণা করেছিল তারা নতুন ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এ বার সেটাই ঘোষণা করল আরবিআই।

আরও পড়ুন: প্রতিষ্ঠাতাদের উগ্র‘মূর্তি’ই ইস্তফার কারণ, চিঠি বিশালের

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, নতুন নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও। নোটগুলি নতুন মহাত্মা গাঁধী সিরিজের আওতাভুক্ত হবে। নতুন ৫০ টাকার নোটের বিশেষত্ব হবে হাম্পির রথ, যা নোটের পিছন দিকে থাকবে। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে। নোটের বেস রঙ হবে ফ্লুরোসেন্ট ব্লু।

আরও পড়ুন: ভর্তুকির ফ্ল্যাট সেই অধরাই গরিবের কাছে

এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে নতুন নোটে—

নোটের সামনের দিক

• স্বচ্ছ রেজিস্টার রয়েছে যাতে ৫০ শব্দ লেখা।

• নোটের মাঝে থাকবে মহাত্মা গাঁধীর ছবি।

• নোটে ইংরেজি হরফে ‘আরবিআই’ , দেবনগরী হরফে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ এবং ‘৫০’ লেখা থাকবে।

• নোটের ডানদিকে থাকবে অশোক স্তম্ভ।

• মহাত্মা গাঁধীর জলছবি ও ইলেক্ট্রোটাইপে ৫০।

• ওপরে বাঁদিক এবং নীচে ডানদিকে নম্বর প্যানেল। সেখানে নম্বরগুলি ছোট থেকে বড় হবে।

নোটের উল্টোদিকে থাকবে

• বাঁদিকে থাকবে কোন সালে নোটটি ছাপা হয়েছিল।

• স্বচ্ছ ভারত লোগো এবং স্লোগান।

• ভাষার প্যানেল।

• হাম্পির রথের মোটিফ।

• দেবনগরী হরফে ৫০।

RBI Reserve Bank of India Mahatma Gandhi Currency রিজার্ভ ব্যাঙ্ক Rs 50 Note ৫০ টাকা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy