আগামী দিনে ভারতেও আকাশে ওড়ার সময় বিমান থেকে ফোন করা বা নেট ঘাঁটার সুযোগ মিলতে পারে। কারণ, শুক্রবার তাদের সুপারিশে দু’টি বিষয়েই সায় দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। ফলে এ দেশে এই সংক্রান্ত নীতি তৈরির পথ বেশ খানিকটা চওড়া হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এখন বহু আন্তর্জাতিক উড়ানেই যাত্রীরা ফোন ও নেটের সুবিধা পান। কিন্তু নিরাপত্তার যুক্তিতে ভারতে তা মেলে না। এ নিয়ে স্পষ্ট নীতিও নেই এখানে। তবে গত বছর বিষয়টি সম্পর্কে ট্রাইয়ের কাছে মতামত চেয়েছিল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। সেই পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট সব পক্ষের কথা শুনে এই নীতি তৈরির জন্য কেন্দ্রের কাছে বিভিন্ন সুপারিশ করেছে নিয়ন্ত্রকটি।
ট্রাই বলেছে, ভারতের আকাশেও দেশি-বিদেশি সংস্থার বিমানের কেবিনে ওই দুই পরিষেবার অনুমতি দেওয়া উচিত। যেখানে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে এখন। তবে সে জন্য যথাযথ নজরদারি ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে নিরাপত্তা। তারা জানিয়েছে, ‘এয়ারপ্লেন মোড’-এ ন্যূনতম ৩,০০০ মিটারের উপরে তাতে সায় দেওয়া হোক। তৈরি হোক নেট পরিষেবার জন্য আলাদা গেটওয়ে। তা দেওয়া হোক স্যাটেলাইট পরিষেবা মারফত। যার মাধ্যমে ককপিটে বসে পাইলট বিমান চালান বা এটিসি বিমানের সঙ্গে যোগাযোগ রাখেন। বিদেশের আকাশে এর মাধ্যমেই বিমান থেকে ওই পরিষেবার সুযোগ পান যাত্রীরা।