সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের তরফে বার্তা মোটের উপর ইতিবাচক। শীর্ষ আদালত বলেছিল, ভোডাফোন আইডিয়ার (ভি) পুরো বকেয়া মকুব করা যায় কি না বিবেচনা করে দেখুক কেন্দ্র। এ বার সূত্রের খবর, ঘুরে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা পেতে ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা শুরু করেছে সংস্থা। প্রায় ২ লক্ষ কোটি টাকার বিপুল বকেয়ার কতটা মকুব করা যেতে পারে সে ব্যাপারে বার বার সলিসিটার জেনারেল-সহ আইনজীবীদের পরামর্শ নিচ্ছে সরকারও। ফলে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে, তবে কি ঘুরে দাঁড়ানোর পথে ভি? তার উপর তাদের আর্থিক ক্ষতির বহর কমেছে। এই সবের প্রভাবে মঙ্গলবার ভি-র শেয়ার দর প্রায় ৮% উঠল। ২০২৪-এর সেপ্টেম্বরের পরে প্রথম বার পার করল ১০ টাকার গণ্ডি।
সোমবার জুলাই-সেপ্টেম্বরের আর্থিক ফল প্রকাশ করেছিল টেলিকম সংস্থাটি। তাতে দেখা গিয়েছে, তাদের মোট ক্ষতির অঙ্ক নেমেছে ৫৫২৪ টাকায়। আয়ও বেড়ে হয়েছে ১১,২০০ কোটি। গ্রাহক প্রতি আয় পৌঁছেছে ১৮০ টাকায়। তার পরেই এ দিন মাথা তুলেছে ভি-র শেয়ার দর। বিএসই-তে তা ৭.৬৮% বেড়ে ১০.২৪ টাকায় পৌঁছেছে। এনএসই-তে ৭.৭৯% বেড়ে হয়েছে ১০.১৯ টাকা। সংস্থার বক্তব্য, বকেয়া মকুবের ব্যাপারে টেলিকম বিভাগের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা।
বাজার বিশেষজ্ঞ নীলাঞ্জন দে-র কথায়, ‘‘সরকার যে ভি নিয়ে আগের অবস্থান থেকে সরছে, সেটা স্পষ্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তারা যদি বকেয়া মকুবের পথে হাঁটে তবে তা শুধু ভি নয়, সমগ্র টেলিকম ক্ষেত্রের পক্ষেই ইতিবাচক হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)