Advertisement
২৬ এপ্রিল ২০২৪
প্রথম দু’টি খনি রিলায়্যান্স সিমেন্ট, জিএমআরের হাতে

কয়লা ব্লক নিলাম শুরু

নতুন করে কয়লা ব্লক বণ্টনের লক্ষ্যে শনিবারই শুরু হওয়া বৈদ্যুতিন নিলামে প্রথম খনিটি হাতে পেল অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স সিমেন্ট। দ্বিতীয়টি পকেটে পুরেছে বিদ্যুৎ সংস্থা জিএমআর ছত্তীসগঢ় এনার্জি। কেন্দ্রীয় কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল জানান, কয়লা ব্লক নিলাম খাতে পাওয়া অর্থ রাজ্যগুলির উন্নয়নে কাজে লাগানো হবে। বাড়তি গুরুত্ব পাবে পূর্বাঞ্চলের রাজ্যগুলি। কয়লা সচিব অনিল স্বরূপ বলেন, “হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিই ফুটে ওঠে এ দিনের নিলামে। কেন্দ্রের ভাল আয়ের পথ করে দেবে এই নিলাম।

গয়ালের উপস্থিতিতে চলছে বৈদ্যুতিন নিলাম। শনিবার।  ছবি:পিটিআই।

গয়ালের উপস্থিতিতে চলছে বৈদ্যুতিন নিলাম। শনিবার। ছবি:পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৩
Share: Save:

নতুন করে কয়লা ব্লক বণ্টনের লক্ষ্যে শনিবারই শুরু হওয়া বৈদ্যুতিন নিলামে প্রথম খনিটি হাতে পেল অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স সিমেন্ট। দ্বিতীয়টি পকেটে পুরেছে বিদ্যুৎ সংস্থা জিএমআর ছত্তীসগঢ় এনার্জি।

কেন্দ্রীয় কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল জানান, কয়লা ব্লক নিলাম খাতে পাওয়া অর্থ রাজ্যগুলির উন্নয়নে কাজে লাগানো হবে। বাড়তি গুরুত্ব পাবে পূর্বাঞ্চলের রাজ্যগুলি। কয়লা সচিব অনিল স্বরূপ বলেন, “হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিই ফুটে ওঠে এ দিনের নিলামে। কেন্দ্রের ভাল আয়ের পথ করে দেবে এই নিলাম।

রিলায়্যান্স সিমেন্ট সূত্রের খবর, মধ্য প্রদেশের ছিদওয়ারা জেলার সিয়াল ঘোঘরি খনিটি ৭৯৮ কোটি টাকায় পেয়েছে তারা। তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে হিন্দুস্তান জিঙ্ক এবং ওসিএল আয়রন অ্যান্ড স্টিল-কে পিছনে ফেলে বাড়তি দর হেঁকে খনিটি নিজস্ব ব্যবহারের জন্য হাতে পেল রিলায়্যান্স সিমেন্ট। বিদ্যুৎ ছাড়া অন্য শিল্পের জন্য বরাদ্দ খনির তালিকায় থাকা সিয়াল ঘোঘরি-তে মজুত রয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার টন সিমেন্ট, তার মধ্যে ভাঁড়ারে থাকা খননযোগ্য কয়লা ৫৬ লক্ষ ৯০ হাজার টন। প্রতি টনের জন্য রিলায়্যান্স সিমেন্ট ১৪০২ টাকা দর দাখিল করে। এর আগে খনিটি প্রিজ্ম সিমেন্টের হাতে ছিল। পাশাপাশি, জিএমআর ছত্তীসগঢ় পেয়েছে ওড়িশার তালবীরা-১ খনিটি। এ ক্ষেত্রে টাকার অঙ্ক আরও বেশি, ১৩৭৫ কোটি। প্রতি টন কয়লার জন্য ৪৭৮ টাকা দর হেঁকে আদানি পাওয়ার, এসার পাওয়ার, সেসা স্টারলাইট ইত্যাদি সংস্থাকে টপকে খনিটি হস্তগত করে জিএমআর। এখানে খননযোগ্য কয়লার পরিমাণ ২ কোটি ৮৭ লক্ষ ৭০ হাজার টন।

কয়লা খনি নিলামে সামিল হওয়ার জন্য প্রাথমিক স্তরে ছাড়পত্র পেয়েছে ১৩৪টি সংস্থা। মধ্য প্রদেশ ও ওড়িশায় দু’টি কয়লা ব্লকের জন্য দরপত্র দেওয়ার ব্যাপারে আইনি শর্ত পূরণ করার পরে নিলামে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পায় রিলায়্যান্স সিমেন্ট, আদানি, এসার, জিএমআর, বেদান্ত ও আদিত্য বিড়লা গোষ্ঠী।

আগামী কাল মহারাষ্ট্রের বেলগাঁও, ঝাড়খণ্ডের কাথাউশিয়া ও পশ্চিমবঙ্গের সরিষাতোলি কয়লা ব্লকগুলি নিলামে উঠবে। সরিষাতোলি খনির জন্য দর দেবে আদানি পাওয়ার, সিইএসসি, জিএমআর ছত্তীসগঢ় এনার্জি, হলদিয়া এনার্জি এবং শীষম কমার্শিয়াল।

বেলগাঁও ও কাথুশিয়া ব্লক বিদ্যুৎ ছাড়া অন্য শিল্পের জন্য রাখা আছে। বেলগাঁও ব্লকের জন্য দরপত্র দেওয়ার আইনি ছাড়পত্র পেয়েছে ভারত অ্যালুমিনিয়াম, রিলায়্যান্স সিমেন্ট, সানফ্ল্যাগ আয়রন অ্যান্ড স্টিল এবং টপওয়ার্থ উড়জা অ্যান্ড মেটালস। কাথুশিয়ার ক্ষেত্রে এই ছাড়পত্র মিলেছে ছ’টি সংস্থার, যার মধ্যে রয়েছে হিন্দালকো, মনেট ইস্পাত অ্যান্ড এনার্জি, রুংতা মাইন্স এবং আলট্রাটেক সিমেন্ট।

প্রসঙ্গত, ২০১৪-র ২৪ সেপ্টেম্বর অনিয়মের অভিযোগে ১৯৯৩ থেকে শুরু করে ২১৪টি কয়লা ব্লকের বণ্টন বাতিল করে সুপ্রিম কোর্ট। এ বছরের ৩১ মার্চের পরে আর সেগুলি ব্যবহার করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাগুলি। সেই কারণে নতুন করে খনি বণ্টনের লক্ষ্যে সেগুলির নিলাম আজই শুরু করল কেন্দ্র। প্রথম দফায় নিলাম হচ্ছে ১৯টি কয়লা ব্লক, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coal block reliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE